দক্ষিণ কোরিয়ায় জন্মহার কমে বিশ্বে সর্বনিম্ন
দক্ষিণ কোরিয়ায় ২০২০ সালে তার আগের বছরের তুলনায় জন্মহার আরও কমেছে। জন্মহার এখন এতটাই তলানিতে গিয়ে ঠেকেছে যে, বিশ্বের মধ্যে তা সর্বনিম্ন। বুধবার দেশটির পরিসংখ্যান ব্যুরো থেকে প্রকাশিত তথ্যে এমনটাই দেখা যাচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্স বুধবার প্রকাশিত ‘স্ট্যাটিস্টিকস কোরিয়া’র দেওয়া তথ্যের বরাতে এমন খবর জানিয়ে লিখেছে, করোনাভাইরাস মহামারির কারণে ২০২০ সালজুড়ে দেশটিতে বিয়ের প্রবণতা কমেছে। একই কারণে দম্পতিরাও সন্তান নিতে অনুৎসাহিত হয়েছেন।
বিজ্ঞাপন
‘স্ট্যাটিস্টিকস কোরিয়া’র দেওয়া বার্ষিক পরিসংখ্যান দেখা যাচ্ছে, ২০২০ সালে দক্ষিণ কোরিয়ায় নারীপ্রতি প্রত্যাশিত শিশুর জন্মহার কমে দাঁড়িয়েছে ০.৮৪ শতাংশ। অথচ এক বছর আগেও দেশটির নারীপ্রতি প্রত্যাশিত শিশু জন্মহার ছিল ০.৯২ শতাংশ।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী বিশ্বব্যাংকের ১৮০ সদসরাষ্ট্রের মধ্যে দক্ষিণ কোরিয়ায় জন্মহার এখন সবচেয়ে কম। এমনকি তা যুক্তরাষ্ট্রের ১.৭৩ ও জাপানের ১.৪২ শতাংশের চেয়েও দক্ষিণ কোরিয়ার জন্মহার এখন অনেক কম।
বিজ্ঞাপন
গত বছরই দক্ষিণ কোরিয়ায় প্রথমবারের মতো আগের বছরের তুলনায় মোট জনসংখ্যা কমেছিল। অর্থাৎ ওই বছর দেশটিতে শিশুর জন্মের চেয়ে মৃত্যু হয়েছে বেশি মানুষের। আরেকটি দুঃখজনক মাইলফলকে দেশটির জনসংখ্যা হ্রাস পাওয়ার শঙ্কা আরও বাড়লো।
প্রতি বছর শিশুর যত্ন ছাড়াও মাতৃত্বকালীন ছুটির পেছনে শত কোটি ডলার ব্যয় করলেও বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতি দক্ষিণ কোরিয়া সরকার ক্রমহ্রাসমান জন্মহারের লাগাম টানতে ব্যর্থ। রাজধানী সিউলে তো জন্মহার দেশটির সর্বনিম্ন; মাত্র ০.৬৪ শতাংশ।
এএস