সিঙ্গাপুরের পশ্চিমাঞ্চলের তুয়াস এলাকার একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত তিন প্রবাসী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন। তবে হতাহতের শিকার এই শ্রমিকরা কোন দেশের নাগরিক তা এখনও জানা যায়নি।

বৃহস্পতিবার ফরাসী বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বিস্ফোরণের পর আগুন ধরে যাওয়ায় ওই শ্রমিকদের শরীর মারাত্মকভাবে পুড়ে গেছে।

এর আগে, বুধবার সিঙ্গাপুরের ৩২ই তুয়াস এভিনিউ ১১ এর একটি কারখানায় বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১০ জন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে বৃহস্পতিবার তিনজনের প্রাণহানি ঘটে।

আহতদের মধ্যে দু’জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হলেও গুরুতর পাঁচজন এখনও চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন সিঙ্গাপুরের জনশক্তি মন্ত্রণালয়ের পেশাগত সুরক্ষা এবং স্বাস্থ্যসেবা বিভাগের পরিচালক সিলাস।

তিনি বলেছেন, প্রাথমিক তদন্তে দাহ্য ধুলার বিস্ফোরণের কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। সিঙ্গাপুরের এই কর্মকর্তা বলেন, অগ্নি-সুরক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করা বেসরকারি ঠিকাদার প্রতিষ্ঠান স্টারস ইঞ্জিনিয়ার্সের ভবনের চত্বরে বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের পর আগুন ধরে যাওয়ায় ওই ভবন থেকে আরও ৬৫ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

দেশটির জনশক্তি মন্ত্রণালয় বলছে, নিহত তিন শ্রমিকের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। আগুনে মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় তাদের পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।

সূত্র: এএফপি, চ্যানেল নিউজ এশিয়া।

এসএস