মুক্তিযুদ্ধের পঞ্চাশতম বর্ষ পালন করছে বাংলাদেশ-ভারত। ১৯৭১ সালের সেই যুদ্ধে পাক বাহিনীকে নাস্তানাবুদ করে ছেড়েছিল ভারতীয় সেনাবাহিনী ও বাংলাদেশের মুক্তিযোদ্ধারা। বাংলাদেশ-ভারতের যৌথ সেনা কমান্ড পাক সেনাদলের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছিল।

সেই বীরত্বের স্মারক হিসেবে ভারত-বাংলাদেশ একে অপরকে মুক্তিযুদ্ধে ব্যবহৃত হেলিকপ্টার ও যুদ্ধবিমান উপহার দিল। শনিবার এক টুইটবার্তায় এই খবর জানিয়েছে ভারতের বিমানবাহিনী।

চারদিনের সফরে ঢাকায় এসেছেন ভারতীয় বিমানবাহিনী প্রধান আরকেএস ভাদুরিয়া। সফরে বাংলাদেশের একাধিক বিমানঘাঁটি পরিদর্শনের পাশাপাশি নিরাপত্তা প্রসঙ্গে দেশের উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের সঙ্গে আলোচনাও করবেন তিনি।

ভারতের বিমানবাহিনী প্রধান ভাদুরিয়ার সফরকালেই বাংলাদেশের সেনাবাহিনীর হাতে ঐতিহ্যবাহী আলাউত্তে ৩ হেলিকপ্টার (Alouette III) তুলে দেওয়া হল। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে এই কপ্টার ব্যবহার করা হয়েছিল। পরিবর্তে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে এফ-৮৬ সাবরে এয়ারক্রাফট যুদ্ধবিমান। ১৯৭১ সালের পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী এই যুদ্ধবিমানটি রক্ষণাবেক্ষণ করে আসছিল।

চলতি বছর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করবে বাংলাদেশ। এ উপলক্ষ্যে আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে আয়োজন করা হবে বড় অনুষ্ঠান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে। তার পরের দিন ২৭ মার্চ দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে।

এসএমডব্লিউ