সর্বশেষ তিনজন রোগী সুস্থ হয়ে ওঠার মধ্য দিয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল মহামারি করোনাভাইরাস মুক্ত হয়েছে। রোববার ওই তিনজন করোনামুক্ত হয়ে যাওয়ায় এই রাজ্যে আর কোনও রোগী নেই বলে জানিয়েছেন অরুণাচলের একজন জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তা। 

ভারতের এই রাজ্যে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৮৩৬ জন; তাদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৬ হাজার ৭৮০ জন।

রাজ্যের করোনাভাইরাস মহামারি পর্যবেক্ষণ কর্মকর্তা লবস্যাং জাম্পা বলেছেন, গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে কেউই করোনায় আক্রান্ত হননি। তবে রাজ্যে এই ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৫৬ জন। তিনি বলেন, বর্তমানে অরুণাচলে করোনাভাইরাসে সুস্থতার হার ৯৯ দশমিক ৬৬ শতাংশ এবং নতুন শনাক্তের হার শূন্য।

দেশটির উত্তর-পূর্বের এই রাজ্যে এখন পর্যন্ত ৪ লাখ ৫ হাজার ৬৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। রোববারও ৩১২ জনের পরীক্ষা করা হয়; কিন্তু তাদের একজনেরও করোনা ধরা পড়েনি।

এদিকে, রাজ্যের টিকাদান কর্মকর্তা ডিমং পাডুং বলেছেন, স্থানীয় ৩২ হাজার ৩২৫ জন স্বাস্থ্য ও সম্মুখসারির কর্মী এখন পর্যন্ত করোনার ভ্যাকসিন নিয়েছেন। ভারতের এই রাজ্যে সপ্তাহে চারদিন সোমবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার টিকাদান কর্মসূচি পরিচালনা করা হয়।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানের একটি সামুদ্রিক খাদ্য সামগ্রী বিক্রির বাজারে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। তারপর থেকে এই ভাইরাস বিশ্বের দুই শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়ে প্রাণ কেড়েছে ২৫ লাখ ৩৮ হাজারের বেশি। 

বিশ্বজুড়ে মহামারি ডেকে আনা এই ভাইরাসে আক্রান্ত  ছাড়িয়েছে ১১ কোটি ৪৪ লাখ ২৮ হাজার।

আক্রান্তের সংখ্যায় বিশ্বে যুক্তরাষ্ট্রের (২ কোটি ৯২ লাখের বেশি) পর দ্বিতীয় স্থানে আছে ভারত। রোববার পর্যন্ত দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ কোটি ১০ লাখ ৯৬ হাজারের বেশি এবং মারা গেছেন ১ লাখ ৫৭ হাজার ৮৭ জন; যা বিশ্বে তৃতীয় সর্বোচ্চ প্রাণহানি।

সূত্র: পিটিআই, ওয়ার্ল্ডোমিটারস।

এসএস