একশ কোটি ডলারে মডার্নার কাছে শেয়ার বিক্রি অ্যাস্ট্রাজেনেকার
ওষুধ প্রস্তুতকারী ব্রিটিশ-সুইডিশ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা তার প্রতিষ্ঠানের ৭ দশমিক ৭ শতাংশ শেয়ার মডার্নার কাছে বিক্রি করে দিয়েছে। একশ কোটি ডলারের বিনিময়ে এই লেনদেন হয়েছে।
যুক্তরাজ্যের দৈনিক দ্য টাইমসের বরাত দিয়ে করা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
বিজ্ঞাপন
সম্প্রতি এই লেনদেন সম্পন্ন হলেও ঠিক কবে বা কত তারিখ তা হয়েছে, টাইমসের প্রতিবেদনে তা স্পষ্ট করা হয়নি বলে জানিয়েছে রয়টার্স। এ ব্যাপারে অ্যাস্ট্রাজেনেকা এবং মডার্না- উভয় কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারাও মন্তব্য করতে সম্মত হননি।
টাইমসের প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন রোগের গবেষণা ও ওষুধ প্রস্তুতের ক্ষেত্রে অ্যাস্ট্রাজেনেকা ও মডার্না এখন থেকে অংশীদারিত্বের ভিত্তিতে যুগপৎপভাবে কাজ করবে। এমনকি করোনা মহামারি নিয়ন্ত্রণে আসার পর অ্যাস্ট্রাজেনেকা নিজেদের টিকার স্বত্ব মডার্নার কাছে বিক্রি করে দেবে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে।
বিজ্ঞাপন
গত বছর ১৮ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য মডার্নার করোনা টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে। মডার্না কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছর বিশ্ববাজারে ১ হাজার ৮০০ কোটি ৪০ লাখ টাকার টিকা বিক্রি হবে বলে আশা করছে কোম্পানি।
সূত্র: রয়টার্স
এসএমডব্লিউ