ভারতের অন্যতম শীর্ষস্থানীয় পর্যটন কেন্দ্র তাজমহলে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে। তাজমহলের ভেতরে বোমা থাকার কথা জানিয়ে ফোনে হুমকি পাওয়ার পর বৃহস্পতিবার (৪ মার্চ) সব ফটক বন্ধ করে পর্যটকদের সরিয়ে নেওয়া হয়। পরে বোমা না পেয়ে স্থানীয় সময় বেলা সোয়া ১১টার দিকে আবারও খুলে দেওয়া হয় জনপ্রিয় এই পর্যটন স্থাপনাটি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, অন্য দিনের মতো স্বাভাবিক ভাবেই বৃহস্পতিবার সকাল থেকেই তাজমহলের সৌন্দর্য উপভোগ করতে ভিড় করেছিলেন পর্যটকরা। কিন্তু তারপরই অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি পুলিশকে ফোন করে জানান, তাজমহলে বোমা রাখা আছে। এরপরই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সকল গেট বন্ধ করে দ্রুত খালি করে দেওয়া হয় তাজমহল।

কিন্তু পরে দেখা যায়, আতঙ্ক তৈরি করতেই ফোন করেছিলেন এক যুবক। অভিযুক্ত ওই যুবক স্থানীয় ফিরোজাবাদ নামক এলাকার বাসিন্দা। সেনাবাহিনীতে চাকরি না পাওয়ার ক্ষোভ থেকেই নাকি আতঙ্ক ছড়াতে এই ফোন করেছিলেন বলে জিজ্ঞাসাবাদে পুলিশকে জানান তিনি।

এদিকে বোমা রাখার খবরে সকাল সাড়ে সাতটার দিকে তাজমহলে পৌঁছায় বিস্ফোরক বিশেষজ্ঞরা। তারপর পুরো এলাকা ঘিরে তল্লাশি শুরু হয়। পরে কোনো বোমা খুঁজে না পেয়ে বেলা ১১:১৫ মিনিট থেকে আবারও তাজমহলের দরজা খুলে দেওয়া হয়।

উল্লেখ্য, করোনাভাইরাস মহামারির কারণে গত বছরের ১৭ মার্চ থেকে পর্যটকদের জন্য তাজমহলের দরজা বন্ধ ছিল। দীর্ঘ ছয় মাস বন্ধ থাকার পর গত বছর সেপ্টেম্বরে আবারও খুলে দেওয়া হয়। তবে বেশ কিছু বিধিনিষেধ মেনেই এখনও তাজমহল দর্শন করতে হচ্ছে পর্যটকদের। নিয়ম অনুযায়ী প্রতিদিন মাত্র পাঁচ হাজার পর্যটককে ভেতরে প্রবেশ করতে পারেন। আর অনলাইনের মাধ্যমে সংগ্রহ করতে হয় এর টিকিট।

সূত্র: এনডিটিভি

টিএম