দিল্লি থেকে পুনে অভিমুখী স্পাইস জেটের একটি প্লেনে বোমা আছে, ফোনে এমন খবরে প্লেনটিতে তল্লাশি চালানো হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দেওয়ার কথা ছিল প্লেনটির। 

কর্তৃপক্ষের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, প্লেনে বোমা আছে, একটি ফোন কল পেয়ে ওই প্লেনের যাত্রাবিরতি করা হয়। ডাকা হয় বম্ব স্কোয়াড। প্লেনের যাত্রী ও ক্রুরা নিরাপদে রয়েছে। 

তবে এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত সন্দেহজনক কোনো বস্তু বা বোমা উদ্ধার করার কথা জানায়নি কর্তৃপক্ষ। 

পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, কে বা কারা ফোন করে বোমা থাকার কথা জানিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে প্যারামিলিটারি ফোর্স সিআইএসএফ ও দিল্লি পুলিশ রয়েছে।

জেডএস