অপারেশন টেবিলে রোগীর মৃত্যু
হাসপাতালকে সোয়া কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ
অপারেশন টেবিলে অরুনিমা সেন নামে এক ডাক্তারের মৃত্যুর ঘটনায় এককটি একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছেন জাতীয় ক্রেতা সুরক্ষা আদালত। হাসপাতালটিকে ১ কোটি ২৫ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেন আদালত।
ঘটনাটি ভারতের কলকাতা শহরের আলিপুরে ঘটেছে।
বিজ্ঞাপন
২০১৪ সালের মার্চ মাসে ডা: অরুণিমা সেনের ল্যাপরোস্কোপিক অস্ত্রোপচার শুরু হয়। পরিবারের অভিযোগ, অস্ত্রোপচার শুরুর ১৫ মিনিটের মধ্যে রোগীর অবস্থা সংকটজনক হয়। হৃদরোগে আক্রান্ত হন তিনি। ওটিতে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যে মৃত্যু হয় তার। রোগীর মৃত্যুর পরই সংশ্লিষ্ট হাসপাতাল ও সাত চিকিৎসকের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হয়।
জাতীয় ক্রেতা সুরক্ষা আদালতেও ওই হাসপাতালের বিরুদ্ধে কর্তব্যে চরম গাফিলতির অভিযোগ দায়ের করা হয়। জাতীয় ক্রেতা সুরক্ষা আদালতের রায়ে ওই হাসপাতালের বিরুদ্ধে ১ কোটি ২৫ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেয়। শুধু তাই নয়, মামলাবাবদ আরও ২ লাখ টাকা নিহতের পরিবারকে দিতে বলা হয়।
বিজ্ঞাপন
এছাড়াও ক্রেতা সুরক্ষা আদালত হাসপাতালের পরিকাঠামো ও লাইসেন্স প্রক্রিয়া ঠিক রয়েছে কি না তা দেখতে রাজ্য সরকারকে নির্দেশ দেন।
এমএ