বিশ্বের অন্যতম পর্যটক আকর্ষণীয় স্থান থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। বছরজুড়ে পর্যটকদের ভিড় থাকে এই শহরে। হঠাৎ ব্যাংককের আকাশে দূষণের কালো মেঘ। যা জনজীবনে চরম ভোগান্তি নিয়ে এসেছে। মাত্রাতিরিক্ত বায়ুদূষণের কারণে মানুষ সেখানকার সড়কে বের হতেই পারছেন না। বিশেষ প্রয়োজনে বের হলেও পড়তে হচ্ছে অসহনীয় পরিস্থিতিতে।

বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী বাতাসে যে পরিমাণ সূক্ষ্ম ধূলিকণা থাকা উচিত ব্যাংককে সে তুলনায় ধূলিকণা প্রায় ১৪ গুণ বেশি। ব্যাংককের দূষণ এত বেশি বেড়ে গেছে যে সেখানকার দৃষ্টিসীমা যেমন কমেছে, তেমনি মাত্রাতিরিক্ত দূষণে বাইরে বের হওয়া পথচারীদের নানা সমস্যায় পড়তে হচ্ছে। কখনো চোখ জ্বালছে, কখনো শ্বাস নিতে সমস্যা হচ্ছে তাদের।

এ অবস্থায় থাইল্যান্ডের দূষণ নিয়ন্ত্রণ বিভাগের ডিরেক্টর জানান, দূষণ মোকাবিলা করতে সাধারণ মানুষকে বাইরে না বের হয়ে বাড়ি থেকে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। স্কুল শিক্ষার্থীদের অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে।

পর্যটকদের স্বর্গরাজ্য ব্যাংককের মারাত্মক এই দূষণ কীভাবে নিয়ন্ত্রণে আসবে তা নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে। 

/এসএসএইচ/