প্রতিবেশী ছোট দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনিকে আট হাজার ডোজ করোনাভাইরাস টিকা দেওয়ার কথা জানিয়েছে অস্ট্রেলিয়া। বিবিসি বুধবার এ খবর জানিয়ে লিখেছে, পাপুয়া নিউগিনি এখন মহামারি করোনার প্রাদুর্ভাব সামাল দিতে হিমশিম খাচ্ছে।    

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বুধবার এই ঘোষণা দিয়ে জানিয়েছেন, শিগগিরই এসব টিকার ডোজ পাপুয়া নিউগিনির কাছে পাঠানো হবে। টিকা ছাড়াও দেশটির কাছে জরুরি স্বাস্থ্যসেবা সরঞ্জামও পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি। 

পাপুয়া নিউগিনিতে যে করোনার সংক্রমণ বাড়ছে তা দেশটির সতর্কতা থেকেই স্পষ্ট। দেশটির সরকার সোমবার দেশের মানুষজনকে সতর্ক করে দিয়ে বলেছে, করোনায় সংক্রমণের হার দ্রুতই বাড়ছে। এই সংখ্যাটা এখন প্রতি চার জনে একজন। সবাই সতর্ক থাকুন।

প্রাদুর্ভাব শুরু হওয়ার পর পাপুয়া নিউগিনিতে এখন পর্যন্ত ১ হাজার ৪০০ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। প্রকৃতপক্ষে এই সংখ্যাটা আরও অনেক বেশি বলেই ধারণা। এর ফলে দেশটির দুর্বল স্বাস্থ্য ব্যবস্থা মহামারি সামলাতে ব্যাপক চাপের মুখে পড়েছে। 

দেশটিতে করোনার নমুনা পরীক্ষা সবচেয়ে বড় এক সংকট হিসেবে আবির্ভূত হয়েছে। গত ১০ মার্চ পর্যন্ত হিসাব অনুযায়ী দেশটি মাত্র ৫০ হাজার করোনার নমুনা পরীক্ষা করেছে। অথচ দেশটির মোট জনসংখ্যা ৯০ লাখেরও বেশি। 

এদিকে অস্ট্রেলিয়ার সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, পাপুয়া নিউগিনিতে গত সপ্তাহে যেসব মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে, এর মধ্যে অর্ধেকেই করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। এর মধ্যে অনেক স্বাস্থ্যকর্মীও রয়েছেন।  

প্রধানমন্ত্রী জেমস মারাপে সোমবার সাংবাদিকদের বলেন, ‌‌‘এই সংখ্যাটা হতবাক করার মতো। আমরা যদি এখনই সঠিক পদক্ষেপ না নেই তাহলে আমাদের স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়বে।’ সবাইকে যার যার ঘরে, জেলায় ও প্রদেশে থাকার আহ্বান জানান তিনি। 

এএস