মাসে ২ বার রূপ বদলায় করোনা
করোনাভাইরাস বেশ কয়েকবার রূপ বদলেছে। গড়ে প্রতি মাসে দুইবার করে করোনা রূপ পাল্টায় বলে জানিয়েছেন ভারতের কোভিড ম্যানেজমেন্ট টাস্কফোর্সের সদস্য ও দিল্লি এইমস-এর পরিচালক ডা. রণদীপ গুলেরিয়া। তিনি যুক্তরাজ্যে পাওয়া করোনার নতুন ধরন নিয়ে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছেন।
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, করোনার নতুন ধরন-এর উপসর্গ বা চিকিৎসার ক্ষেত্রে কোন পরিবর্তন আসবে না। করোনা ভ্যাকসিন যুক্তরাজ্যে পাওয়া করোনার নতুন ধরনের ক্ষেত্রেও কার্যকর।
বিজ্ঞাপন
তিনি আরো বলেন, আগামী ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যে ভারত করোনার বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ অবস্থানে থাকবে। ফলে নতুন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমে যাবে।
ডা. রণদীপ বলেন, ব্রিটেনে পাওয়া করোনার নতুন ধরন নিয়ে বেশি আলোচনা হওয়ার কারণ হলো এটি মানুষের মাঝে বেশি সংক্রমিত হয়। যদিও এই করোনার ফলে বেশি দিন হাসপাতালে থাকতে হচ্ছে না, আবার অধিক মৃত্যুর রেকর্ডও নেই। গত ১০ মাসে কারোনা অনেকবার রূপ পাল্টেছে এটা খুবই সাধারণ বিষয়।
বিজ্ঞাপন
তিনি বলেন, করোনা ভাইরাসের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসলে ভ্যাকসিন তৈরিতেও পরিবর্তন আসবে যা করোনার নতুন ধরনের ক্ষেত্রেও যথেষ্ট কার্যকর হবে। কিন্তু করোনার এই ধরনটিতে বড় কোনো পরিবর্তন আসেনি ফলে ভ্যাকসিনেও বড় কোনো পরিবর্তন আসবে না।
যুক্তরাজ্যের সঙ্গে ভারতের সাময়িক বন্ধ থাকা যোগাযোগ পুনরায় চালু করতে হলে, ভারতে আসা অন্তত ১০ শতাংশ যাত্রীর জিন সিকোয়েন্স পরীক্ষা নিশ্চিত করতে হবে।
তিনি আরো জানান, বিশ্বে অর্ধ শতাধিক করোনা ভ্যাকসিন পরীক্ষামূলক অবস্থায় আছে। ভারতেও আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যে ৬/৭টি ভ্যাকসিন চলে আসার সম্ভাবনা রয়েছে।
ওএফ