বালকান অঞ্চলের দেশ কসোভোতে ন্যাটো সেনাদের ওপর হামলা চালিয়েছে জাতিগত সার্বিয়ানরা।

নিজ সেনাদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে ন্যাটো বলেছে, ‘এটি পুরোপুরি অগ্রহণযোগ্য।’ এ হামলায় ২৫ সেনা আহত হয়েছে বলেও জানিয়েছে সামরিক জোটটি।

কসোভোর উত্তর দিকে বসবাস করেন জাতিগত সার্বিয়ানরা। এসব সার্বিয়ানদের অঞ্চল কসোভোতে হলেও তারা কসোভোর কেন্দ্রীয় সরকারের আইনসহ কোনো কিছু মানতে চান না।

উত্তর দিকে যেসব সার্বিয়ান বাস করেন সেখানে গত ২৫ মে তিনজন মেয়র দায়িত্ব গ্রহণ করেন। তারা উপনির্বাচনের মাধ্যমে নির্বাচিত হন। কিন্তু এই নির্বাচন বয়কট করেন জাতিগত সার্বিয়ানরা। ফলে যেসব মেয়র দায়িত্ব গ্রহণ করেছেন তাদের বাঁধা দেওয়ার চেষ্টা করেছেন তারা। এমনকি সরকারি ভবনে ঢুকে পড়ার চেষ্টা করেন তারা।

আর এসব আন্দোলনকারীদের ঠেকাতে মানবে দেওয়াল তৈরি করেছিলেন ন্যাটো সেনারা। ওই সময়ই সার্বিয়ানরা তাদের ওপর হামলা চালান।

গত এপ্রিলে কসোভোর উত্তরাঞ্চলের ওই তিনটি আসনে উপনির্বাচন হয়। এতে জাতিগত আলবেনিয়ানরা জয়ী হয়। তবে জাতিগত সার্বিয়ানরা এ নির্বাচন বয়কট করায় সবমিলিয়ে মাত্র ৪ শতাংশ ভোট পড়ে।

কসোভোর উত্তর দিকে এমন পরিস্থিতি সৃষ্টির জন্য কসোভোর সরকারকে দোষারোপ করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন।

এদিকে ২০০৮ সালে সার্বিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে কসোভো। দেশটির জনসংখ্যার প্রায় ৯০ ভাগই হলেন জাতিগত আলবেনিয়ান। তবে কসোভোর উত্তরাঞ্চলটি জাতিগত সার্বিয়ান অধ্যুষিত। এ অঞ্চলের মানুষ কসোভোর সরকারের কোনো নির্দেশনা মানতে চান না।

স্বাধীনতা লাভের পর সার্বিয়ার কাছ থেকে এখনো স্বীকৃতি পায়নি কসোভো। সার্বিয়ার বর্তমান প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুকিক জানিয়েছেন, তারা কখনো কসোভোকে স্বীকৃতি দেবেন না।

সূত্র: বিবিসি

এমটিআই