গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলার নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে দেশবাসীকে অবহিত করতে প্রতিদিন রাতে ব্রিফিং করা শুরু করেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

প্রতিদিনে ন্যায় সোমবার (৫ জুন) রাতেও সর্বশেষ খবর নিয়ে উপস্থিত হন জেলেনস্কি। আর সেই ভিডিওতে তিনি বিধ্বস্ত শহর বাখমুতের বিষয়টি তুলে ধরেন। ভিডিওতে তিনি জানান, বাখমুত থেকে এমন খবর এসেছে— যে খবরের জন্য তারা সবাই অপেক্ষা করছিলেন।

তবে বিস্তারিত কিছু না জানিয়ে জেলেনস্কি শুধু বলেছেন, ‘আমি প্রত্যেক সেনা, আমাদের সব রক্ষক, নারী-পুরুষ সবার কাছে কৃতজ্ঞ— যারা আমাদের এই খবর দিয়েছে, যে খবরের জন্য আমরা অপেক্ষা করছিলাম। বাখমুতের সেনাদের অসাধারণ কাজ।’

তিনি আরও বলেছেন, তাদের দুটি সেনা ইউনিট ‘দক্ষতার সঙ্গে, স্পষ্টভাবে, কার্যকরভাবে তাদের অবস্থান সমুন্নত করছে, দখলদারদের ধ্বংস করছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো— সামনের দিকে এগিয়ে যাচ্ছে।’ এছাড়া তিনি বলেছেন, ইউক্রেনীয় সেনারা এখন যা-ই করছে না কেন সেগুলো নিয়েই ‘নিয়ন্ত্রীণহীন’ প্রতিক্রিয়া দেখাচ্ছে রাশিয়া।  

এদিকে এর আগে সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দোনেৎস্কে তাদের অবস্থান লক্ষ্য করে বড় হামলার চেষ্টা চালায় ইউক্রেনীয় সেনারা। এই হামলাকে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত পাল্টা আক্রমণ হিসেবে দেখছেন অনেকে। যদিও কিয়েভে এ দাবি উড়িয়ে দিয়েছে।

সূত্র : রয়টার্স

এমটিআই