মোজাম্বিকে সন্ত্রাসী হামলায় নিহত কয়েক ডজন
মোজাম্বিকের উত্তরাঞ্চলীয় পালমা জেলায় সন্ত্রাসীদের হামলায় কয়েক ডজন মানুষ নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে একথা জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
গত বুধবার পালমা শহরে হামলা চালিয়ে দখল নেয় সন্ত্রাসীরা। এরপর থেকে শহরের একটি হোটেলের ভেতরে বিদেশি কর্মীসহ ১৮০ জনেরও বেশি মানুষ আটকে ছিল। সন্ত্রাসীরা তাদেরকে সেখানে জিম্মি করে রেখেছিল। তবে রোববার দেশটির পক্ষ থেকে জানানো হয়- সন্ত্রাসীদের হামলায় শহরটিতে কয়েক ডজন নিরস্ত্র মানুষ নিহত হয়েছেন।
বিজ্ঞাপন
মোজাম্বিকের প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর মুখপাত্র ওমর সারাঙ্গা রোববার সাংবাদিকদের বলেন, স্থানীয় ও বিদেশিসহ শত শত মানুষকে পালমা থেকে উদ্ধার করা হয়েছে। তবে হোটেলে জিম্মিদশা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সাতজনকে হত্যা করেছে সন্ত্রাসীরা।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শী সূত্র ও একটি মানবাধিকার গ্রুপ জানায়, কাগো দালগাদো প্রদেশের পালমা শহরে অবস্থিত প্রাকৃতিক গ্যাসের একটি ক্ষেত্রকে আফ্রিকার (গ্যাসের) প্রাণকেন্দ্র বলে বিবেচনা করা হয়। দুই হাজার কোটি ডলারের এ প্রকল্পে প্রধান বিনিয়োগকারী হচ্ছে ফরাসি তেল কোম্পানি টোটাল। ওই গ্যাস ক্ষেত্রে এক্সনমবিলসহ আরও ছয়টি আন্তর্জাতিক কোম্পানির বিনিয়োগ রয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সন্ত্রাসীরা গত বুধবার বিকেলে উপকূলীয় এ শহরে হামলা চালানো শুরু করে। এতে বাধ্য হয়ে আতঙ্কিত বাসিন্দারা আশপাশের বনাঞ্চলে পালিয়ে যায় এবং এলএনজি ও সরকারি কর্মীরা আমেরুলা পালমা হোটেলে আশ্রয় নেয়। সশস্ত্র সন্ত্রাসীরা এসময় দোকানপাট, ব্যাংক ও মিলিটারি ব্যারাক লক্ষ্য করে হামলা চালায়।
হামলার পর এলএনজি সাইটে থাকা এক কর্মী গত শুক্রবার জানিয়েছিলেন, সন্ত্রাসীদের হামলায় ‘প্রায় পুরো শহর ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।’
পালমা শহরের এখন কী অবস্থা?
হামলার পর পালমা শহরে হতাহত মানুষের সংখ্যা এখন ঠিক কত, সেটা এখনও নিশ্চিত নয়। শহরটিতে ৭৫ হাজার মানুষ বসবাস করেন। কিন্তু হামলার পর অনেকের ভাগ্যে কী ঘটেছে; তা এখনও পরিষ্কার নয়।
স্থানীয় ব্যক্তিগত একটি নিরাপত্তা প্রতিষ্ঠানের প্রধান কর্নেল লায়োনেল ডাইক বিবিসি’কে জানিয়েছেন, পালমা শহর ও উপকূলজুড়ে বিক্ষিপ্তভাবে নিহতদের মরদেহ ছড়িয়ে রয়েছে। এরমধ্যে অনেক মরদেহের মাথা আছে, আবার অনেকগুলোর নেই।
স্থানীয়ভাবে কাজ করতে মোজাম্বিক পুলিশের সঙ্গে চুক্তি রয়েছে লায়োনেল ডাইকের নিরাপত্তা প্রতিষ্ঠান ডাইক অ্যাডভাইজরি গ্রুপের। পুলিশের মতো তিনিও শহরের নিরাপত্তা সংশ্লিষ্ট কাজে জড়িত।
বিবিসি বলছে, সশস্ত্র সন্ত্রাসীরা পালমা শহরের নিয়ন্ত্রণ নিয়েছে বলে শোনা যাচ্ছে। কিন্তু যোগাযোগ স্বল্পতার কারণে বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, স্থানীয়ভাবে আল-শাবাব নামে পরিচিত একটি সন্ত্রাসীগোষ্ঠীর সঙ্গে হামলাকারীদের সংশ্লিষ্টতা রয়েছে।
সূত্র: বিবিসি
টিএম