মধ্যরাতে কেঁপে উঠল ভারতের লাদাখ। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.১। সোমবার দিবাগত রাত ১টা ৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (এনসিএস) বরাতে সংবাদ সংস্থা এএনআই জানায়, রাত ১টা ৬ মিনিটে ভূমিকম্প হয়। তবে প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, মার্চের ৬ তারিখে কেঁপে উঠেছিল লাদাখ। কম্পনের তীব্রতা রিখটার স্কেলে ছিল ৩.৬। এর আগে গত ১২ মার্চ তাজিকিস্তানে  ৬.৩ মাত্রার ভূমিকম্পের কেঁপে উঠে দিল্লিসহ উত্তর ভারতের বহু এলাকা।

ওই সময় ভারতের পাশাপাশি পাকিস্তানের লাহোর, ইসলামাবাদ, খাইবার-পাখতুনখাওয়া ও পাঞ্জাব প্রদেশের অন্য স্থানগুলোতেও ভূকম্পন অনুভূত হয়েছিল।

কিছুদিন আগে একজন ভারতীয় ভূবিজ্ঞানী জনিয়েছিলেন, বড় ভূমিকম্পের মুখে পড়তে চলেছে ভারতের পশ্চিমবঙ্গ, সিকিম, আসামসহ ভুটান, মায়ানমার ও বাংলাদেশে। এই ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে চলতি বছরের এপ্রিলের শেষ থেকে মে মাসের মাঝামাঝি সময়ের মধ্যে। 

সূত্র : ইন্ডিয়া টুডে

ওএফ