টিকা নেওয়ার পর করোনা পজিটিভ হয়েছেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ। মঙ্গলবার তার পুত্র ও জম্মু-কাশ্মীরের আরেক সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ টুইট করে এ তথ্য জানিয়েছেন।

টুইট বার্তায় ওমর আবদুল্লাহ লিখেছেন, তার বাবার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। নাশন্যাল কনফারেন্সের প্রধান ফারুক আবদুল্লাহ’র দেহে করোনাভাইরাসের উপসর্গও রয়েছে বলে জানিয়েছেন তিনি।

গত ২ মার্চ শ্রীনগরের একটি হাসপাতালে করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন ৮৩ বছর বয়সী ফারুক আবদুল্লাহ। কয়েক দিনের মধ্যে দ্বিতীয় ডোজ নেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই করোনায় আক্রান্ত হলেন।

ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লাহ টুইটারে লিখেছেন, তিনি ও তার পরিবার আপাতত নিজেদের ঘরবন্দি করে রেখেছেন। যতক্ষণ না তাদেরও করোনা পরীক্ষা করা হচ্ছে, ততদিন তারা নিভৃতবাসেই থাকবেন।

টুইট বার্তায় ওমর লেখেন, ‘বাবার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তার দেহে উপসর্গও রয়েছে। যতদিন না আমাদের করোনা পরীক্ষা করা হচ্ছে, ততদিন আমি আমার পরিবারের সঙ্গে নিভৃতবাসে থাকব।’

গত কয়েকদিনে তার পরিবারের সদস্যদের সংস্পর্শে যারা এসেছেন তাদেরও সতর্ক করে দিয়ে ওমর লিখেছেন, ‘আমার অনুরোধ, সম্প্রতি যারা আমাদের কাছাকাছি এসেছেন, তারাও জরুরি সতর্কতাগুলি মেনে চলুন।’

ইতোমধ্যে অশীতিপর ফারুকের কিডনি প্রতিস্থাপন হয়েছে। ঝুঁকি বিবেচনায় গত ২ মার্চ শ্রীনগরের শের-ই-কাশ্মীর ইনস্টিটিউট অব মেডিকেলে সায়েন্সে স্ত্রীসহ টিকা নেন তিনি। সে কথাও ওমর টুইটে জানিয়েছিলেন।  

প্রসঙ্গত গত ২৪ ঘণ্টায় জম্মু ও কাশ্মীরে করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই বেড়েছে। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, আরও ১০৯ জন নিয়ে জম্মু ও কাশ্মীরের মোট সংক্রমণের সংখ্যা এখন ১ লাখ ৩ হাজারের বেশি। তবে গতদিন করোনায় আক্রান্ত কারো মৃত্যু হয়নি জম্মু ও কাশ্মীরে।

এএস