ইরানের রাজধানী তেহরানের উত্তরাঞ্চলে তীব্র তুষারঝড়ের কবলে পড়ে মারা গেছেন অন্তত ১১ জন পর্বতারোহী। এছাড়া পারস্য উপসাগরে তুষারঝড়ের কবলে পড়া অন্য একটি জাহাজের আরও অন্তত সাত ক্রু নিখোঁজ রয়েছেন। যে কারণে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির সরকারি কর্মকর্তারা।

গত কয়েকদিন ধরে তীব্র তুষারপাতের কারণে ইরানের অধিকাংশ অঞ্চলের সড়ক ও পরিবহন যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। তেহরানের কাছের আলবোর্জ পর্বতশ্রেণিতে বেশ কিছু স্কি রিসোর্ট রয়েছে। প্রত্যেক বছর শীতকালে অনেকেই স্কি করার জন্য সেখানে যান।

শুক্রবার থেকে আলবোর্জ এলাকায় গিয়েছেন— এমন অনেক পর্বতারোহীর খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের পরিবারের সদস্যদের অনুরোধের ভিত্তিতে সেখানে হেলিকপ্টারে করে উদ্ধারকাজ চালাচ্ছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেড ক্রিসেন্ট।

রেড ক্রিসেন্টের ইরান শাখার এমার্জেন্সি অপারেশন্স বিভাগের প্রধান মেহদি ভালিপোর রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবিকে বলেন, নিহতদের সবাইকে আলবোর্জ’র ‘তোচাল’ এবং কোলাচাল পর্বত থেকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ১০ জনকে ঘটনাস্থলেই মৃত অবস্থায় পাওয়া যায়। অন্যজনের প্রাণ গেছে হাসপাতালে নিয়ে আসার পর।

রেড ক্রিসেন্টের উদ্ধারকারী দলের একজন প্রতিনিধি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে বলেন, ‘প্রতিকূল আবহাওয়া এবং বরফের’ মধ্যে উদ্ধারকাজ পরিচালনা করতে হয়েছে।

এদিকে, তুষারঝড়ের কারণে উপসাগরে সাতজন ক্রু সহ ইরানের একটি জাহাজ গত শুক্রবার থেকে নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে ইরানের আধা সরকারি সাংবাদ সংস্থা আইএসএনএ।

দেশটির আঞ্চলিক সামুদ্রিক পরিবহন সংস্থার উপ-প্রধান ইসমাইল মাক্কিজাদেহ বলেন, ‘ জাহাজটির সন্ধান পেতে আমরা যথাসাধ্য চেষ্টা করছি। পাশাপশি ওমান, সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তানের জাহাজসমূহ, নেভাল সার্চ এবং উদ্ধারকারী সংস্থাগুলোর সহযোগিতা চেয়ে ইতোমধ্যে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।’

সূত্র: আলজাজিরা।

এসএমডব্লিউ/এসএস