মিসরের রাজধানী কায়রোর একটি বেসরকারি করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডে সাতজনের মৃত্যু হয়েছে। নিবিড় পরিচর্যা কেন্দ্রে আগুন ছড়িয়ে পড়লে আরও পাঁচ জন আহত হয়েছে বলে জানা গেছে।

দেশটির গণমাধ্যম জানায়, শনিবার (২৬ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৯টায় রাজধানী থেকে ৩০ কিলোমিটার (১৯ মাইল) উত্তর-পূর্বে এল উবুর জেলার মিসর আল আমাল হাসপাতালে আগুন লাগে। 

নিরাপত্তা বহিনী ও হাসপাতাল কতৃপক্ষ প্রাথমিক তদন্তে জানায়, বৈদ্যুতিক গোলযোগের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এরপর হাসপাতালটি বন্ধ করে দেওয়া হয় ও রোগীদের একটি সরকারি হাসপাতলে স্থানান্তর করা হয়।

গত সপ্তাহ থেকেই মিসরে করোনা সংক্রমণ ব্যাপক আকার ধারণ করেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানা যায়, শনিবার এক হাজার ১৮৯ জন আক্রান্ত হয়েছেন ও ৪৩ জনের মৃত্যু হয়েছে।

এপর্যন্ত দেশটিতে ১ লাখ ৩১ হাজার ৩১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ও ৭ হাজার ৩৫২ জন মারা গেছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞ ও মিসরের সরকরি কর্মকর্তারা জানান, জন সাধারণের মধ্যে পিসিআর টেস্ট কম হওয়া ও মন্ত্রণালয় কতৃক বেসকারি ফলাফল প্রকাশ না করায় করোনা প্রকৃত সংখ্যা আরো বেশি হবে।

ওএফ