‘ঐক্যের মর্মস্পর্শী মুহূর্তে’ গণ-টিকাদান শুরু করল ইইউ
করোনাভাইরাস মহামারির বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে ইউরোপজুড়ে সমন্বিত গণ-টিকাদান কর্মসূচি শুরু করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউয়ের শীর্ষ কর্মকর্তারা এই কর্মসূচিকে ‘ঐক্যের মর্মস্পর্শী মূহূর্ত’ হিসেবে মন্তব্য করেছেন।
শনিবার ইইউর প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন বলেছেন, ইউনিয়নের সদস্য ২৭টি রাষ্ট্রেই ফাইজার-বায়োএনটেকের টিকা সরবরাহ করা হয়েছে। কয়েকটি দেশ শনিবার থেকেই শুরু করে দিয়েছে টিকাদান। ইউরোপের দেশগুলো বলছে, বর্তমান পরিস্থিতিতে যে অবস্থা, তাতে আর একদিন অপেক্ষা করার মতো সময়ও হাতে নেই তাদের।
বিজ্ঞাপন
কোভিড সংক্রমণে ইউরোপের দেশগুলোতে এখন পর্যন্ত ৩ লাখ ৩৫ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। এছাড়া আক্রান্ত হয়েছেন ১ কোটি ৪০ লাখের বেশি। ইইউর সদস্য সবগুলো রাষ্ট্রেই এখন চলছে কঠোর লকডাউন।
ইউরোপের অধিকাংশ দেশ, কানাডা এবং জাপানে করোনাভাইরাসের নতুন ধরন শনাক্তের পরই এই টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।
বিজ্ঞাপন
চলমান এই কর্মসূচির আওতায় ইইউর সদস্য ২৭টি রাষ্ট্রে বসবাসরত ৪৪ কোটি ৬০ লাখ মানুষকে টিকা দেয়া হবে। ইউরোপীয় মেডিসিন এজেন্সি (ইএমএ) এবং ইউরোপীয় কমিশন ফাইজার-বায়োএনটেকের টিকা অনুমোদন দেয়ার পরই গণ-টিকাদানের এই কর্মসূচি শুরু হয়।
সদস্য রাষ্ট্রগুলোকে ২০০কোটি ডোজ টিকা সরবরাহ নিশ্চিত করতে ইতোমধ্যে ওষুধ কোম্পানিগুলোর সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে ইইউ।
শনিবার এক টুইটবার্তায় উরসুলা ভন ডার লেন বলেন, ‘আজ আমরা একটি কঠিন সময়কে পেছনে ফেলতে যাচ্ছি। ইইউয়ের সব রাষ্ট্রে কোভিড-১৯ এর টিকা পৌঁছে গেছে। আগামীকাল থেকে পুরো ইউরোপে টিকাদান কর্মসূচি শুরু হবে।’
টিকাদানের এই দিনগুলো ঐক্যের সবচেয়ে মর্মস্পর্শী মুহূর্ত। মহামারি থেকে পরিত্রাণ পেতে দীর্ঘস্থায়ী এবং কার্যকর উপায় এই টিকা।
ইইউর প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন
জার্মানির স্বাস্থ্যমন্ত্রী জেনস স্প্যান বলেন, ‘এই কর্মসূচি একটি আনন্দময় ক্রিসমাস বার্তা। এই মূহূর্তে পুরো ইউরোপের, জার্মানিসহ অন্যান্য দেশের সড়কগুলোতে চলছে টিকার প্রথম চালানবাহী ট্রাক। একদিন পরই এগুলো পৌঁছে যাবে হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলোতে।’
‘মহামারিকে পরাস্ত করার সবচেয়ে কার্যকর হাতিয়ার এই টিকা। আমাদের জীবন ফিরে পাওয়ার চাবিকাঠি এই টিকা।’
ইতালি’র পররাষ্ট্রমন্ত্রী লুইগি ডি ম্যাগিও দেশবাসীকে টিকা নেয়ার আহ্বান জানিয়ে বলেন. ‘আমরা আবার আমাদের স্বাধীনতা ফিরে পাব। আবার আমরা পরস্পরকে আলিঙ্গন করতে পারব।’
উত্তর-পূর্ব জার্মানির হালবারস্টাড অঞ্চলের স্বাস্থ্যকর্মীরা শনিবার থেকেই ওই অঞ্চলের বয়স্ক নাগরিকদের টিকা দেয়া শুরু করেছেন।
হাঙ্গেরিতে টিকাদান শুরু হয়েছে শনিবার থেকে। হাঙ্গেরির রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা বলছে, প্রথম টিকা নিয়েছেন দেশের ডেল-পাস্ট কেন্দ্রীয় হাসপাতালের একজন চিকিৎসক। স্লোভাকিয়াতেও শনিবার টিকাদান শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।
সূত্র: বিবিসি।
এসএমডব্লিউ/এসএস