যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রথম নারী ও কৃষ্ণাঙ্গ-ভারতীয় বংশোদ্ভূত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস

করোনার টিকা নিয়েছেন নবনির্বাচিত মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। মঙ্গলবার তার টিকা নেওয়ার ওই মুহূর্তটি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। জনমনে টিকার ওপর আস্থা তৈরিতে তিনি এভাবে টিকা নেন।  

যুক্তরাষ্ট্রের রাজধানী অঞ্চল ওয়াশিংটন ডিসির ইউনাইটেড মেডিকেল সেন্টারে মাস্ক পরিহিত কমলা হ্যারিসসহ আরও অনেক আফ্রিকান-আমেরিকানের সঙ্গে টিকার দুটি ডোজ নেন বলে জানাচ্ছে সংবাদ সংস্থা এএফপি।  

মার্কিন কোম্পানি মডার্নার তৈরি টিকা নেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রথম নারী ও কৃষ্ণাঙ্গ-ভারতীয় বংশোদ্ভূত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

যুক্তরাষ্ট্রে আফ্রিকান-আমেরিকান জনগোষ্ঠীর কোভিড-১৯ রোগে আক্রান্ত এবং মৃত্যুর হার তুলনামূলকভাবে অন্যান্য জাতিগোষ্ঠীর চেয়ে অনেকে বেশি। এছাড়া জরিপেও দেখা যাচ্ছে, টিকা নিতেও তারা বেশি আগ্রহী। 

মার্কিন কোম্পানি মডার্নার তৈরি টিকা নেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রথম নারী ও কৃষ্ণাঙ্গ-ভারতীয় বংশোদ্ভূত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তার স্বামী ডগ এমহফও তার সঙ্গে করোনার টিকা নেন। 

এর আগে ২১ ডিসেম্বর করোনার টিকা নেন নবনির্বাচিত মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। তার টিকা নেওয়ার ওই মুহূর্তটিও টেলিভিশনে সরাসরি সস্প্রচারিত হয়েছিল।

টিকা নেওয়ার পর কমলা হ্যারিস বলেন, ‌‘আমি মানুষকে স্মরণ করিয়ে দিতে চাই, কোথায় আপনি টিকা নেবেন সেটা আপনি ঠিক করে নেবেন। আপনাদের কাছে বিশ্বস্ত সূত্র আছে এবং আপনারা টিকা নিতে পারেন।’ 

প্রসঙ্গত, এর আগে ২১ ডিসেম্বর করোনার টিকা নেন নবনির্বাচিত মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। তার টিকা নেওয়ার ওই মুহূর্তটিও টেলিভিশনে সরাসরি সস্প্রচারিত হয়েছিল। 

তবে অক্টোবরে মহামারি কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে তিনদিন হাসপাতালে ভর্তি থাকলেও এখনও করোনার টিকা নেননি ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি তার মেয়াদ শেষ হবে।  

এএস