করোনার নতুন ধরন এবার যুক্তরাষ্ট্রে
সম্প্রতি যুক্তরাজ্য থেকে প্রাদুর্ভাব ছড়ানো মহামারি কোভিড-১৯ এর নতুন একটি ধরনে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে কেউ আক্রান্ত হয়েছেন। দেশটিতে প্রথম এর সংক্রমণ শনাক্ত হয়েছে কলোরাডো অঙ্গরাজ্যে।
ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, করোনার নতুন ধরনে আক্রান্ত বিশ বছর বয়সী ওই তরুণ সম্প্রতি কোথাও ভ্রমণে যাননি। আক্রান্ত হিসেবে শনাক্তের পর তাকে আইসোলেশেন রাখা হয়েছে।
সম্প্রতি যুক্তরাজ্যে শনাক্ত করোনার অতিসংক্রামক (৭০ শতাংশ বেশি সংক্রামক) এই ধরনটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে।
বিজ্ঞাপন
সম্প্রতি যুক্তরাজ্য থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনার অতিসংক্রামক (৭০ শতাংশ বেশি সংক্রামক) এই ধরনটি ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়েছে বলে গত সপ্তাহেই জানিয়েছিল যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা।
কলোরাডো অঙ্গরাজ্যের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, ওই তরুণের সংস্পর্শে এসেছেন এমন ব্যক্তি ও আরও কেউ করোনার নতুন এই ধরনে আক্রান্ত হয়েছেন কিনা তা খুঁজে বের করার কাজ করছেন তারা।
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত এক কোটি ৯০ লাখের বেশি মানুষের দেহে সংক্রমণ ঘটিয়ে ৩ লাখ ৩৭ হাজারের বেশি প্রাণ কেড়ে নিয়েছে করোনা।
ট্রাম্প প্রশাসনের টিকা সরবরাহ ব্যবস্থা ও টিকাদান কর্মসূচি নিয়ে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সমালোচনা করার পরই এই খবর জানা গেলে। বাইডেন বলছেন, টিকাদান কর্মসূচি যথাসময়ে হচ্ছে না।
যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত এক কোটি ৯০ লাখের বেশি মানুষের দেহে সংক্রমণ ঘটিয়ে ৩ লাখ ৩৭ হাজারের বেশি প্রাণ কেড়ে নিয়েছে করোনা। বিশ্বের আর কোনো দেশে করোনায় এত আক্রান্ত কিংবা প্রাণহানি হয়নি।
প্রতিদিন বিশ্বের অনেক দেশে প্রতিদিন মহামারি কোভিড-১৯ এর নতুন এই ধরনের সংক্রমণ শনাক্ত হচ্ছে।
সম্প্রতি যুক্তরাজ্যে প্রথমবারের মতো শনাক্ত হওয়া মহামারি করোনার নতুন এই ধরনের সংক্রমণ প্রতিবেশী ভারতসহ বিশ্বের পাঁচটি মহাদেশে ছড়িয়ে পড়েছে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি।
প্রতিদিন বিশ্বের অনেক দেশে প্রতিদিন মহামারি কোভিড-১৯ এর নতুন এই ধরনের সংক্রমণ শনাক্ত হচ্ছে। তবে উত্তর আমেরিকা মহাদেশে যুক্তরাষ্ট্রের আগেই কানাডায় এর সংক্রমণ শনাক্ত হয়েছে সম্প্রতি।
করোনার নতুন ধরন শনাক্ত হওয়ার পর প্রতিবেশী দেশগুলোসহ বেশিরভাগ দেশ যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধ ছাড়াও ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। দেশটি হিমমিশ খাচ্ছে এর সংক্রমণ মোকাবিলায়।
এএস