পশ্চিমবঙ্গে সপ্তম দফায় ভোটের হার ৭৫ শতাংশ
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের সপ্তম দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সোমবার (২৬ এপ্রিল) রাজ্যটির মোট পাঁচটি জেলায় শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ হয়। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, বিকেল ৫টা পর্যন্ত সব মিলিয়ে ৫ জেলায় ৭৫ দশমিক ০৬ শতাংশ ভোট পড়েছে।
সোমবার কলকাতার প্রথম পর্বের ভোট ছিল। সেখানকার ১১টি আসনের মধ্যে সপ্তম দফায় দক্ষিণ কলকাতার ৪টি আসন ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ এবং কলকাতা বন্দরে ভোটগ্রহণ হয় অনেকটা নির্বিঘ্নেই। কলকাতায় বিকেল ৫টা পর্যন্ত ৫৯ দশমিক ৯১ শতাংশ ভোট পড়েছে।
বিজ্ঞাপন
বাকি ৫ জেলার মধ্যে সবচেয়ে কম ভোটের হার কলকাতাতেই। সবচেয়ে বেশি ভোট পড়েছে মুর্শিদাবাদে। সোমবার সেখানকার ১১টি আসনে বিকেল ৫টা পর্যন্ত ৮০ দশমিক ৩০ শতাংশ ভোট পড়েছে। ভোটের হারে এরপরই রয়েছে দক্ষিণ দিনাজপুর। সেখানে ভোট পড়েছে ৮০ দশমিক ২১ শতাংশ। এছাড়া মালদহে ৭৮ দশমিক ৭৬ শতাংশ এবং পশ্চিম বর্ধমানে ৭০ দশমিক ৩৪ শতাংশ ভোট পড়েছে।
এই দফায় পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ কলকাতার মোট ৩৬টি কেন্দ্রে ভোটগ্রহণের কথা থাকলেও মুর্শিদাবাদের সমশেরগঞ্জ ও জঙ্গিপুরে তৃণমূল প্রার্থীর মৃত্যু হওয়ায় এ দুটি আসনে ভোটগ্রহণ স্থগিত করা হয়।
২০১৬ সালে সর্বশেষ বিধানসভা নির্বাচনে সোমবার ভোটগ্রহণ হওয়া ৩৪টি আসনের একটিতেও জয়ী হতে পারেনি বিজেপি। সেবার এই আসনগুলোতে শতকরা হিসেবে বিজেপির ভোটের হারও ছিল কম, মাত্র ১৩ দশমিক এক শতাংশ।
বিজ্ঞাপন
অবশ্য ২০১৯ সালের লোকসভা নির্বাচনের হিসেবে ওই আসনগুলোতে বিজেপির ভোটের শতকরা হার ছিল ৩৭ শতাংশের বেশি। পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির আশা, এবারের বিধানসভা নির্বাচনেও ভালো ফল করবে দল।
আগামী বৃহস্পতিবার হবে পশ্চিমবঙ্গে অষ্টম ও শেষ দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
টিএম