ইসরায়েলে ক্ষমতাসীন সরকার ২০২০ সালে মোট ৪ হাজার ৬৩৪ জন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরায়েলের ক্ষমতাসীন সরকার। গ্রেফাতার ফিলিস্তিন নাগরিকদের মধ্যে ১২৮ জন নারী এবং ৫৪৩ জন অপ্রাপ্তবয়স্ক।

তুরস্কের রাষ্ট্রায়ত্ব সংবাদ সংস্থা আনাদলু এজেন্সির বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম মিডলইস্ট মনিটর।

প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালে মুসলিম দেশটিতে ইসরায়েল সংঘটিত মানবাধিকার লঙ্ঘন বিষয়ে সম্প্রতি একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে, যার একটি অনুলিপি পৌঁছেছে আনাদলু এজেন্সির হাতে। বিবৃতিতে স্বাক্ষর করেছে প্যালেস্টাইনিয়ান প্রিজনার্স ক্লাব, আদামির প্রিজন্স সাপোর্ট অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন এবং প্রিজনার্স অ্যাফেয়ার্স কমিশনসহ কয়েকটি  মানবাধিকার এবং কারাবন্দিদের নিয়ে কাজ করা কয়েকটি ফিলিস্তিনি এবং আন্তর্জাতিক সংস্থা।

বিবৃতিতে বলা হয়, ২০২০ সালে প্রায় প্রতিদিনই পশ্চিম তীর এলাকায় অভিযান চালিয়েছে ইসরায়েলের আইনশৃঙ্খলা বাহিনী। সেসব অভিযানেই এ ফিলিস্তিনিরা গ্রেফতার হয়েছেন।  

বছরজুড়ে বিভিন্ন সময়ে গ্রেফতার হওয়া এই চার হাজার ৬৩৪ জন ফিলিস্তিনিদের মধ্যে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর মোট ২৩৪ জনকে ছেড়ে দেয়া হয়েছে, অন্তরীণ আছেন বাকি চার হাজার ৪০০ জন।

কারাবন্দি এই ফিলিস্তিনিদের মধ্যে ৪০ জন অপ্রাপ্তবয়স্ক এবং ১৭০ জন নারী রয়েছেন; এছাড়া বিনা অভিযোগে কারাগারে রয়েছেন প্রায় ৩৮০ জন। 

এদিকে ১০ জন ক্যানসার রোগী ও ৩০০ জন দীর্ঘস্থায়ী অসুখসহ ৭০০ জন কারাবন্দি শারীরিক অসুস্থতায় ভুগছেন।

এর বাইরে ২০২০ সালে পাঁচজন ফিলিস্তিনিকে মৃত্যুদণ্ড এবং ৫৪৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ইসরায়েলের আদালত।

বিগত বছরগুলোর তুলনায় ২০২০ সালে নারী ও অপ্রাপ্তবয়স্ক ফিলিস্তিনিদের গ্রেফতারের হার ছিল অনেক বেশি। এক্ষেত্রে কোনো নিয়মনীতির পরোয়া করেনি ইসরায়েলের আইনশৃঙ্খলা বাহিনী - উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, ‘গ্রেফতারের পর বন্দিদের ওপর বিভিন্নভাবে অমানবিক নির্যাতন করা হয়েছে।’

সূত্র: মিডলইস্ট মনিটর

এসএমডব্লিউ