বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে অষ্টমদফা ভোট গ্রহণের মধ্যে দিয়ে শেষ হলো ভারতের চার রাজ্য ও এক কেন্দ্র শাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচন। এখন চলছে ফলাফলের অপেক্ষা। তবে নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই বেসরকারী উদ্যোগে শুরু হয়েছে বুথফেরত জরিপ।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি একটি বুথফেরত জরিপ চালিয়েছে। সেখানে দেখা গেছে, চার রাজ্য তামিলনাড়ু, কেরালা, পশ্চিমবঙ্গ ও আসাম এবং কেন্দ্র শাসিত অঞ্চল পদুচেরির মধ্যে একমাত্র আসামে এগিয়ে আছে বিজেপি। বাকিগুলোতে সুবিধাজনক অবস্থানে আছে আঞ্চলিক দলগুলো।

এনডিটিভির বুথফেরত জরিপ অনুযায়ী, তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে এবার এগিয়ে আছে সেখানকার রাজনৈতিক দল দ্রাবিড়া মুন্নেত্রা কাজহাগাম (ডিএমকে)। এনডিটিভির জরিপ বলছে, তামিলনাড়ু বিধানসভার ২৩৪ টি আসনের মধ্যে এবার ১৬৫ আসনে জয়ী হবে ডিএমকে নেতৃত্বাধীন জোট।

অন্যদিকে, রাজ্য সরকারে ক্ষমতাসীন দল অল ইন্ডিয়া আন্না দ্রাবিড়া মুন্নেত্রা কাজহাগাম (এআইএডিএমকে) এবার সুবিধাজনক অবস্থানে নেই। জরিপ বলছে, নির্বাচনে ৬৬ আসনে জয়ী হয়ে বিরোধী দলের ভূমিকা নেবে এআইএডিএমকে।

বহু বছর ধরে বামপন্থি দল সিপিএমের দখলে আছে কেরালার বিধানসভা। এবারের নির্বাচনেও তার ব্যতিক্রম হচ্ছে না। এনডিটিভির বুথফেরত জরিপ অনুযায়ী, এবার কেরালার বিধানসভার ১৪০ টি আসনের ৮৫ টিতে জয়ের সম্ভবনা রয়েছে সিপিএম নেতৃত্বাধীন এলডিএফ ফ্রন্টের; আর ৫৩ টি আসনে জয় পেয়ে বিধানসভায় বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জোট। বিধানসভার বড়জোর দুটি আসনে জয়ের সম্ভাবনা আছে বিজেপির।

এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গ বিধানসভা নিজেদের দখলে নিতে গত কয়েক মাস ধরে মরিয়া হয়ে চেষ্টা করেছে বিজেপি। নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করার পর গত এক মাসেরও বেশি সময় ধরে পশ্চিমবঙ্গে লাগাতার কর্মসূচি করেছে বিজেপি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় নেতা অমিত শাহসহ বিজেপির প্রথম সারির অনেক নেতাই পশ্চিমবঙ্গে নিয়মিত আসা যাওয়ার মধ্যে ছিলেন।

তবে এনডিটিভির বুথফেরত জরিপ বলছে, পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার ২৯৪ টি আসনের মধ্যে ১৫২টিতে তৃণমূল কংগ্রেসের জয়ী হবে, বিজেপির ঝুলিতে যাবে ১৩০ টি আসন।

ভারতের কেন্দ্র শাসিত অঞ্চল পদুচেরির বিধানসভায় আসনসংখ্যা ৩০ টি। সেখানে সংখ্যাগরিষ্ঠতা পেতে ন্যূনতম ১৬ টি আসনে জয় প্রয়োজন। জরিপের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ২১ আসনে জয় পেয়ে রাজ্য সরকার গঠন করতে যাচ্ছে পদুচেরির আঞ্চলিক জোট অল ইন্ডিয়া এনআর কংগ্রেস(এআইএনরআরসি); ভরাডুবি ঘটবে ক্ষমতাসীন কংগ্রেস জোটের।

পাঁচ বিধানসভার মধ্যে একমাত্র আসামেই সুবিধাজনক অবস্থানে আছে বিজেপি। গত ২৮ ফেব্রুয়ারি আসাম রাজ্য সরকারে ক্ষমতাসীন বিজেপি-অগপ (অসম গণতান্ত্রিক পরিষদ) জোটের অন্যতম দল বোডোল্যান্ড পিপলস ফ্রন্ট (বিপিএফ) জোট ছেড়ে কংগ্রেসের সঙ্গে মৈত্রী করলেও নির্বাচনে তাতে তেমন প্রভাব পড়বে না বলেই মনে করা হচ্ছে।

এনডিটিভির বুথফেরত জরিপ অনুযায়ী, এবারের নির্বাচনে আসামের বিধানসভার ১২৬ টি আসনের মধ্যে বিজেপি জয়ী হতে যাচ্ছে ৭২ টিতে, অন্যদিকে প্রধান বিরোধী দল কংগ্রেসের ভাগে পড়তে যাচ্ছে ৫৩ টি আসন।

এসএমডব্লিউ