৪৫ যাত্রীসহ আফগানিস্তানে বাস অপহৃত
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে সশস্ত্র জঙ্গিরা শনিবার (২ জানুয়ারি) একটি যাত্রীবাহী বাস অপহরণ করেছে। আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে এই ঘটনা ঘটে। রুশ বার্তাসংস্থা স্পুটনিক’র বরাত দিয়ে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
দেশটির হেরাত প্রদেশের রুবাত-ই-সাঙ্গি জেলার প্রধান লাল মোহাম্মদ ওমরজাই বলেন,‘সশস্ত্র জঙ্গিদের একটি দল হেরাত-তুরগুন্দি মহাসড়কে চিলদোখতারান এলাকায় শনিবার সকাল সাতটার দিকে একটি যাত্রীবাহী বাস থামিয়ে অজানা স্থানে নিয়ে গেছে।’
বিজ্ঞাপন
বাসটি অপহরণের জন্য তালেবান জঙ্গিদের দায়ী করেছেন তিনি।
তবে এ অপহরণের ঘটনার জন্য এখনও কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। মোট ৪৫ জন যাত্রীসহ বাসটি অপহরণ করা হয়েছে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
ওই কর্মকর্তা আরো জানান, অপহৃত যাত্রীদের নিরাপদে মুক্ত করার লক্ষ্যে অভিযান শুরু করেছে পুলিশ।
টিএম