নাইজারে সশস্ত্র জঙ্গি হামলায় নিহত ৭৯
সন্দেহভাজন সশস্ত্র জঙ্গিদের হামলায় নাইজারে ৭৯জন নিহত হয়েছেন। শনিবার (২ জানুয়ারি) সন্ত্রাসীরা দেশটির সীমান্তবর্তী দুটি গ্রামে হামলা চালালে হতাহতের এই ঘটনা ঘটে। বার্তাসংস্থা রয়টার্সের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
নাইজারের পশ্চিমাঞ্চলে মালি সীমান্তবর্তী তচোমবাঙ্গোউ ও জারোমদারেয়ি নামক দুটি গ্রামে শনিবার হামলা চালায় সশস্ত্র জঙ্গিরা। হামলায় তচোমবাঙ্গোউ গ্রামে ৪৯জন নিহত ও ১৭ জন আহত হয়। অপরদিকে জারোমদারেয়ি গ্রামে চালানো জঙ্গিদের হামলায় নিহত হয় আরও ৩০ জন।
বিজ্ঞাপন
আফ্রিকার সাহেল অঞ্চলে সাম্প্রতিক সময়ে বিভিন্ন সশস্ত্র জঙ্গিগোষ্ঠীর হামলায় বেশ কয়েকটি রক্তক্ষয়ী ঘটনা ঘটেছে।
এদিকে আফ্রিকার মালিতে নিজেদের দুই সেনা নিহত হয়েছে বলে শনিবার (২ জানুয়ারি) জানিয়েছে ফ্রান্স। এর কয়েকঘণ্টা আগে আল কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট এক জঙ্গিগোষ্ঠী দাবি করে, মালিতে চালানো অন্য এক হামলায় গত সপ্তাহের সোমবার তিন ফরাসি সৈন্যকে হত্যা করেছে তারা।
বিজ্ঞাপন
আফ্রিকার পশ্চিমাঞ্চলে সশস্ত্র জঙ্গিদের দমন করতে ওই অঞ্চলে আফ্রিকা ও ইউরোপের সমন্বয়ে গঠিত জোটের নেতৃত্ব দিচ্ছে ফ্রান্স। কিন্তু তারপরও নাইজার ও মালির মতো দেশগুলোতে জাতিগত সহিংসতা, মানব ও মাদক পাচার এবং ডাকাতির মতো ঘটনা ঘটেই চলেছে।
নাইজারের দুটি গ্রামে চালানো সর্বশেষ হামলা ও হতাহতের ঘটনা ফরাসি আরএফআই’কে (রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনাল) নিশ্চিত করেছে দেশটির সরকার।
নাইজারের স্বরাষ্ট্রমন্ত্রী আলকাচি আলহাদা বলেন, হামলার শিকার এলাকাগুলো রক্ষায় সৈন্য প্রেরণ করা হয়েছে।
তচোমবাঙ্গোউ ও জারোমদারেয়ি গ্রাম দুটি দেশটির তিল্লাবেরি অঞ্চলে অবস্থিত। ২০১৭ সাল থেকে এখানে জরুরি অবস্থা জারি রয়েছে। তাছাড়া সশস্ত্র জঙ্গিগোষ্ঠীগুলোর হামলার ঘটনা সমগ্র নাইজারজুড়েই খুবই সাধারণ একটি ব্যাপার।
এর আগে গত ডিসেম্বর মাসে নাইজারের দিফা এলাকায় হামলা চালিয়ে কমপক্ষে ২৭ জনকে হত্যা করে দেশটির সশস্ত্র জঙ্গিগোষ্ঠী বোকো হারাম।
টিএম