নতুন ব্যাচটি করোনাভাইরাসের বিধিনিষেধ মেনে প্যারেডে অংশ নেয়

ভারতীয় সেনাবাহিনীতে প্রথম ব্যাচ হিসেবে ৮৩ জন নারী যুক্ত হয়েছেন। শনিবার (৮ মে) মিলিটারি সেন্টার অ্যান্ড স্কুলের সামরিক দলটি বেঙ্গালুরুর ধ্রনাচার্য প্যারেড গ্রাউন্ডে আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীতে যুক্ত হয়।

সামরিক বাহিনীতে যুক্ত হওয়া নতুন ব্যাচটি করোনাভাইরাসের বিধিনিষেধ মেনে স্বল্প পরিসরে আয়োজন করা প্যারেডে অংশ নেয় বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। 

সিএমপি সেন্টার অ্যান্ড স্কুলের কমান্ড্যান্ট ওই প্যারেড পর্যবেক্ষণ করেন। এসময় তিনি তাদের অনবদ্য প্রচেষ্টার প্রশংসা করেন এবং ৬১ সপ্তাহের সফল প্রশিক্ষণ শেষ করায় অভিনন্দন জানান।

প্রশিক্ষণের মধ্যে ছিল- বেসিক মিলিটারি ট্রেনিং; প্রভোস্ট ট্রেনিং, যেখানে সব ধরনের দায়িত্ব ও যুদ্ধাহত বন্দি ব্যবস্থাপনা অন্তর্ভুক্ত ছিল, আনুষ্ঠানিক দায়িত্ব ও দক্ষতার বিষয়েও ধারণা দেওয়া হয়, যেখানে ড্রাইভিং সহ বিভিন্ন যন্ত্র ও সিগনাল যোগাযোগ ব্যবস্থাপনা অন্তর্ভুক্ত ছিল।

কমান্ড্যান্ট দৃঢ় আত্মবিশ্বাসের সঙ্গে আশা প্রকাশ করেন, নারীদের এই দলটি প্রশিক্ষণ কাজে লাগিয়ে সাফল্য নিয়ে আসবে। প্রশিক্ষণ কাজে লাগিয়ে তারা বিভিন্ন অভিযানে নিজেদের ইউনিটের শক্তির প্রকাশও ঘটাতে পারবে।

এসএসএইচ