‘আমাদের হারাতে টাকা খরচ না করে, সেই টাকায় সবাইকে টিকা দেওয়া যেত’
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায় বলেছেন, সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে আমাদের (তৃণমূল কংগ্রেস) হারাতে যে টাকা খরচ করেছে বিজেপি, সেই টাকায় মানুষকে টিকা দিলে ভালো হতো। শনিবার (৮ মে) বিধানসভার স্পিকার নির্বাচনের পর সংক্ষিপ্ত অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি একথা বলেন।
নরেন্দ্র মোদি-অমিত শাহদের দলকে কাঠগড়ায় তুলে মমতা বলেন, আমাদের হারাতে অনেক টাকা খরচ করেছে বিজেপি। সেই টাকা টিকার পেছনে খরচ করলে ভাল হতো। সকলকে টিকা দেওয়া যেত। সার্বিক ভাবে টিকাদান কর্মসূচি এগিয়ে যেত।
বিজ্ঞাপন
মমতা আরও বলেন, কেন্দ্রীয় সরকারের কাছে ৩৫ হাজার কোটি টাকা কিছুই নয়। তবুও সকলের জন্যে টিকার ব্যবস্থা করেনি। আমরা নিজের পয়সায় টিকা নিতে চেয়েছিলাম। আজ পর্যন্ত পাইনি। অক্সিজেন নিয়ে চলে যাচ্ছে। কী অপরাধ করেছে পশ্চিমবঙ্গ?
বিজ্ঞাপন
সদ্য সমাপ্ত নির্বাচনে নির্বাচন কমিশনের কর্মকাণ্ড নিয়েও ক্ষোভ প্রকাশ করেন টানা তৃতীয় দফায় মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত তৃণমূল কংগ্রেসের এই শীর্ষ নেত্রী। তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশনের প্রত্যক্ষ সহযোগিতায় কোথাও কোথাও জালিয়াতি হয়েছে। এটা খুব দুঃখের ও লজ্জার বিষয়। নির্বাচনী ব্যবস্থার সংস্কার হওয়া প্রয়োজন। এ ভাবে গণতন্ত্র রক্ষা হবে না।
গত ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত মোট আট দফায় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে তৃণমূল জয়ী হয়েছে ২১৩টি আসনে। বিজেপি জয় পেয়েছে ৭৭টিতে।
এরপর গত বুধবার টানা তৃতীয়বারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায়।
টিএম