পশ্চিমবঙ্গে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড
করোনায় বিপর্যস্ত ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে এই ভাইরাসে মহামারি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ প্রাণহানি ঘটেছে গত ২৪ ঘণ্টায়। সেখানে নতুন করে এই ভাইরাসে প্রাণ হারিয়েছেন অন্তত ১৩৪ জন এবং আক্রান্ত হয়েছেন প্রায় ২০ হাজার মানুষ।
রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছে, সোমবার রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১৯ হাজার ৪৪৫ জন। মৃত্যু হয়েছে ১৩৪ জনের। এছাড়া রাজ্যে সক্রিয় রোগী ৬৩৬ জন বৃদ্ধি পেয়েছে। এ নিয়ে এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৬ হাজার ৬৬৩ জনে।
বিজ্ঞাপন
একই সময়ে রাজ্যে করোনায় সুস্থ হয়ে উঠেছেন ১৮ হাজার ৬৭৫ জন। এর ফলে রাজ্যে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার হার ৮৬ দশমিক ২৬ শতাংশে পৌঁছেছে। তবে পশ্চিমবঙ্গে দৈনিক সংক্রমণ-মৃত্যুতে শীর্ষে আছে উত্তর ২৪ পরগনা জেলা। সেখানে করোনায় একদিনে ৪২ জনের প্রাণহানি এবং ৩ হাজার ৯৭১ জন আক্রান্ত হয়েছেন।
কলকাতায় একদিনে ৩৪ জনের মৃত্যু, ৩ হাজার ৯৪৮ জন সংক্রমিত হয়েছেন। কলকাতা, উত্তর ২৪ পরগণার পাশাপাশি উদ্বেগ বাড়াচ্ছে দক্ষিণ ২৪ পরগণা, হুগলি, হাওড়া, বীরভূম, নদিয়া, পশ্চিম বর্ধমান জেলার করোনা চিত্রও।
স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দক্ষিণ ২৪ পরগণায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৭৩ জন। মৃত্যু হয়েছে ১৪ জনের। হুগলিতে সংক্রমিত-মৃতের সংখ্যা যথাক্রমে ৯৫১ ও ৮ জন। হাওড়াতে ১ হাজার ১৪৭ সংক্রমিত, মৃত ৬ জন। নদিয়ায় সংক্রমিত ১ হাজার ১৬ জন, মৃত ৬ জন।
বিজ্ঞাপন
এর আগে, রোববার ভারতের এই রাজ্যে করোনা সংক্রমিত হয়েছিলেন ১৯ হাজার ৪৪১ জন এবং মারা গেছেন ১২৪ জন। শনিবার করোনা আক্রান্ত হয়েছিলেন ১৯ হাজার ৪৩৬ জন। ওইদিন করোনায় ১২৭ জনের মৃত্যু হয়েছিল।
এসএস