যুক্তরাষ্ট্রে গির্জার মধ্যে এক যাজককে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। নিহত ওই যাজকের নাম মার্ক ম্যাক উইলিয়ামস (৬২)। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। দেশটির টেক্সাস অঙ্গরাজ্যের উইনোনো শহরের স্টারভিলে মেথোডিস্ট গির্জায় রোববার (৩ জানুয়ারি) সকালে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি ও মার্কিন গণমাধ্যম সিএনএন।

টেক্সাস অঙ্গরাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবোট বলেন, উইনোনা শহরে স্টারভিল মেথোডিস্ট চার্চে হামলার ঘটনার পর সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

গণমাধ্যমের খবরে বলা হয়, টেক্সাসের ওই মেথোডিস্ট গির্জার যাজক বিশ্রাম কক্ষে এক ব্যক্তিকে লুকিয়ে থাকতে দেখে তার বন্দুক হাতে তুলে নেন। এ সময় ওই ব্যক্তি যাজককে জোরে ধাক্কা দিয়ে হাতে থাকা বন্দুকটি কেড়ে নিয়ে যাজককে গুলি করে হত্যা করে। পরে তাকে দ্রুত ধাওয়া করে আটক করা হয়।

অবশ্য অভিযুক্ত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।

টিএম