নিয়মিত পড়াশোনা ও ক্লাসে উপস্থিত থাকতে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের অর্থনৈতিক সুযোগ-সুবিধা দিচ্ছে ভারতের আসাম রাজ্য সরকার। এরই অংশ হিসেবে রাজ্যের সকল মেয়ে শিক্ষার্থীকে প্রতিদিন স্কুলে আসার বিনিময়ে ১০০ রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছে তারা।

রোববার (৩ জানুয়ারি) রাজ্য সরকারের শিক্ষামন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এই ঘোষণা দেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

তিনি বলেন, জানুয়ারি মাসের মধ্যেই স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থীদের যথাক্রমে ১৫০০ ও ২০০০ রুপি করে দেবে সরকার। বই কিনতে সাহায্য করার জন্য শিক্ষার্থীদের এই টাকা দেওয়া হবে। শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এই টাকা হস্তান্তরের কথাও জানান তিনি।

আসন্ন নির্বাচনে আগে শিক্ষার্থীদের মন জয় করতে আসাম সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে।

রোববার আসামের শিবসাগরে এক অনুষ্ঠানে হেমন্ত শর্মা বলেন, গত বছর আমাদের অনেক পরিকল্পনা ছিল। কিন্তু করোনা মহামারির কারণে আমরা সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি। স্কুল ও কলেজ পর্যায়ের সকল শিক্ষার্থীকেই ক্লাসে উপস্থিত থাকার জন্য অমরা টাকা দিতে চেয়েছিলাম।

অনুষ্ঠানে প্রথম শ্রেণিতে উচ্চ মাধ্যমিক পাস করা মেয়ে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে মোটরবাইক (স্কুটার) তুলে দেন হেমন্ত শর্মা। মোট ৯৪৮ জনের হাতে মোটরবাইক তুলে দেওয়া হয়।

হেমন্ত বলেন, উচ্চ মাধ্যমিকের বোর্ড পরীক্ষায় যারাই প্রথম শ্রেণিতে পাস করবে, তাদেরকে সরকারের পক্ষ থেকে মোটরবাইক দেওয়া হবে। এমনকি এক লাখ মেয়ে পরীক্ষার্থী পাস করলেও সবাইকেই একই উপহার দেওযার কথা ঘোষণা করেন তিনি।

টিএম