দক্ষিণ কোরিয়ার জাহাজ আটক করেছে ইরান
রাসায়নিক পদার্থ নিঃসরণের মাধ্যমে দূষণের অভিযোগে পারস্য উপসাগরে দক্ষিণ কোরিয়ার পতাকাবাহী একটি ট্যাঙ্কার জাহাজ জব্দ করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।
সোমবার আটক করা ‘হ্যাংকুক শেমি’ নামের ওই ট্যাঙ্কার জাহাজটিতে ৭ হাজার ২০০ টন ইথানল পাওয়া গেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্র নিয়ন্ত্রিত টিভি চ্যানেল এবং আধাসরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সিসহ একাধিক ইরানি সংবাদ মাধ্যম।
বিজ্ঞাপন
ইরানের বন্দর শহর বন্দর আব্বাস পোর্ট সিটি থেকে ট্যাংকার জাহাজটি আটক করা হয় বলে জানিয়েছে তাসনিম নিউজ। জাহাজটির ক্রুরা দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ও মিয়ানমারের নাগরিক। তবে তাদের সংখ্যা প্রকাশ করা হয়নি প্রতিবেদনে।
এ ঘটনায় দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাৎক্ষনিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। যুক্তরাষ্ট্র নৌবাহিনীর বাহরাইন ভিত্তিক পঞ্চম ফ্লিটের মুখপাত্র রেবেকা রেবারিচ রয়টার্সকে বলেন, ঘটনাটি তাদের গোচরে এসেছে এবং তারা সচেতনভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
বিজ্ঞাপন
ইরান সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো মন্তব্য আসেনি।
ব্রিটেনের সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক সংস্থা অ্যামব্রে জানিয়েছে, আটক করা ট্যাঙ্কার জাহাজটি দক্ষিন কোরিয়ার ডিএম কোম্পানির। সৌদি আরবের জুবায়েল এলাকা থেকে পেট্রোলিয়াম জাতীয় পদার্থ নিয়ে পারস্য উপসাগর দিয়ে দক্ষিণ কোরিয়ার দিকে যাচ্ছিল জাহাজটি।
আন্তর্জাতিক তেলবাহী জাহাজগুলোর ব্যস্ততম জলপথ এই পারস্য উপসাগর। এর আগে ২০১৯ সালে উপসাগরে ব্রিটিশ ট্যাঙ্কার জাহাজ স্টেনা ইম্পেরো আটক করে হইচই ফেলে দিয়েছিল ইরান।
এমন এক সময়ে দক্ষিণ কোরিয়ার জাহাজ আটক করল ইরান যখন দক্ষিণ কোরিয়ার ব্যাংকগুলোতে জমা করা অর্থ দেশটি তুলতে পারছে না যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে।
সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চলতি জানুয়ারি মাসেই দক্ষিণ কোরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রীর তেহরান সফরের কথা রয়েছে। প্রত্যাশিত এই সফরে দক্ষিণ কোরিয়ার ব্যাংকগুলোতে স্থবির হয়ে পড়ে থাকা ইরানের ৭০০ কোটি টাকা উত্তোলনের বিষয়ে আলোচনা করা হবে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে।
২০১৮ সালে নিউক্লিয়ার চুক্তি থেকে সরে যাওয়ার পাশাপাশি ইরানের ওপর নিষেধাজ্ঞা জোরদার করে ওয়াশিংটন। এই নিষেধাজ্ঞার আওতায় দক্ষিণ কোরিয়া সহ এশিয়ার বিভিন্ন দেশের ব্যাংক হিসাবে ইরানের জমা থাকা অর্থ উত্তোলনে বিধিনিষেধ আরোপ করা হয়।
সূত্র: রয়টার্স।
এসএমডব্লিউ