ভূগর্ভস্থ স্থাপনায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ফের শুরু করেছে ইরান
আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যেই চলমান পারমাণবিক প্রকল্পের জন্য ফের ইউরোনিয়াম সমৃদ্ধকরণ শুরু করেছে ইরান। দেশটির ভূগর্ভস্থ স্থাপনায় ইউরেনিয়ামের সমৃদ্ধকরণের মাত্রা ২০ শতাংশে উন্নীত করা হবে বলে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজকে জানিয়েছেন সরকারের মুখপাত্র আলি রাবেয়ি।
ইরানি এই কর্মকর্তা বলেন, ‘ফার্ডো সমৃদ্ধকরণ স্থাপনায় ইতোমধ্যে ইউরেনিয়াম পৌঁছেছে এবং কাজ শুরু হয়েছে।’
বিজ্ঞাপন
পশ্চিমা বিশ্বের প্রবল আপত্তি সত্ত্বেও ইরানের পার্বত্য অঞ্চলের ভূগর্ভস্থ স্থাপনা এবং পারমাণবিক প্রকল্পের গবেষণাগার ফার্ডো এজেন্সিতে গত কয়েক বছর ধরে প্রকল্প জারি রেখেছে দেশটির ক্ষমতাসীন সরকার।
পারমাণবিক প্রকল্প থেকে নিবৃত্ত করতে একাধিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ইরানের বিরুদ্ধে। ২০১৫ সালে পারমাণবিক প্রকল্প বন্ধের বিষয়ে একটি আন্তর্জাতিক চুক্তিতেও স্বাক্ষর করেছিল দেশটি। তবে পাশ্চাত্যের অধিকাংশ বিশ্বনেতার অভিযোগ, নিষেধাজ্ঞা এবং চুক্তি অমান্য করেই ফার্ডো এজেন্সিতে প্রকল্পের কাজ এগিয়ে নিচ্ছে ইরান।
বিজ্ঞাপন
পারমাণবিক অস্ত্র প্রস্তুতের জন্য ব্যবহৃত ইউরেনিয়ামের বিশুদ্ধতার মাত্রা ৯০ শতাংশ হতে হয়। ইরান যে মাত্রার বিশুদ্ধ ইউরেনিয়াম সংগ্রহ করেছে, তা নিউক্লিয়ার রিঅ্যাক্টরে ব্যবহারের উপযোগী।
তবে ২০ শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে পারমাণবিক বোমা প্রস্তুত করা না গেলেও বিধ্বংসী মারণাস্ত্রও প্রস্তুত করা সম্ভব।
আলি রাবেয়ির বক্তব্যের প্রতিক্রিয়া এখনও জানায়নি আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইইএ)। তবে গত শুক্রবার আইইএ জানিয়েছিল, তারা জানতে পেরেছে- ইরান সম্প্রতি ইউরেনিয়াম সংগ্রহ করছে।
সূত্র: এনডিটিভি, বিবিসি।
এসএমডব্লিউ