অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের আবেদন খারিজ
উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ
মার্কিনসহ বিভিন্ন দেশের রাষ্টীয় নথি প্রকাশ করে বিশ্বব্যাপী সাড়া জাগানো প্রতিষ্ঠান উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা যাবে না মর্মে রুল জারি করেছে লন্ডনের একটি আদালত।
২০১০ ও ২০১১ সালে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের গোপন ও স্পর্শকাতর তথ্য ফাঁস করে বিশ্বজুড়ে আলোচনায় আসেন ৪৯ বছর বয়সী অ্যাসাঞ্জ।
বিজ্ঞাপন
জুলিয়ান অ্যাসাঞ্জের মানসিক অবস্থা নিয়ে উদ্বেগ এবং প্রত্যর্পণ করা হলে তিনি আত্মহত্যা করতে পারেন, এমন ঝুঁকির কথা বিবেচনা করে তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের আবেদন সোমবার খারিজ করে দিয়েছেন বিচারকরা।
বিবিসির অনলাইন প্রতিবেদনে এ খবর জানিয়ে লেখা হয়েছে, ২০১০ ও ২০১১ সালে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের গোপন ও স্পর্শকাতর তথ্য ফাঁস করে বিশ্বজুড়ে আলোচনায় আসেন ৪৯ বছর বয়সী অ্যাসাঞ্জ।
বিজ্ঞাপন
মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, আদালতের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন তারা।
যুক্তরাষ্ট্রের দাবি, এসব তথ্য ফাঁস বেআইনি এবং তা মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলেছে। কিন্তু প্রত্যর্পণ ঠেকানোর বিরুদ্ধে আইনি লড়াইরত অ্যাসাঞ্জ বলেছেন, তার বিরুদ্ধে এ মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করার জন্য আদালতে করা আবেদন সোমবার (৪ জানুয়ারি ২০২১) খারিজ হওয়ার পর মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, আদালতের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন তারা।
লন্ডনের ডিস্ট্রিক্ট জজ ভ্যানেসা ব্যারিতসার রুলে বলেন, মার্কিন কৌঁসুলিরা যদিও বিচারের জন্য অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের কথা বলছেন, কিন্তু তাকে আত্মহত্যা করা থেকে ঠেকাতে ব্যর্থ হয়েছিল যুক্তরাষ্ট্র।
এএস