ভারতের কৃষক আন্দোলন: অচলাবস্থা কাটেনি ৭ম বৈঠকেও
ভারতের কেন্দ্রীয় ক্ষমতায় আসীন বিজেপি সরকার প্রবর্তিত তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনরত কৃষকদের সঙ্গে ৭ম বৈঠকেও কোনো মীমাংসায় আসতে পারেনি দেশটির সরকার।
বৈঠকে উপস্থিত কিষান মজদুর সংঘর্ষ কমিটির নেতা সারওয়ান সিং পান্ধের ভারতের সংবাদমাধ্যম এনডিটিভিকে বলেন, ‘কৃষিমন্ত্রী নরেন্দ্র তোমর বৈঠকে স্পষ্টভাবে বলেছেন- আইন বাতিল করা হবে না। আমাদেরকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার পরামর্শও দিয়েছেন তিনি।’
বিজ্ঞাপন
তবে ভারতের কৃষি মন্ত্রণালয় থেকে যে বার্তা দেওয়া হয়েছে সেখানে নরেন্দ্র তোমর বলেছেন, ‘আইনগুলোর বিষয়ে ভারতের অন্যান্য প্রদেশের কৃষকদের সঙ্গে আলোচনা করা হবে। আমরা তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব এবং এই আইনে কোনো সংশোধনী আনা হবে কী না- তা ওই আলোচনা থেকেই নির্ধারিত হবে।’
আগামী আট জানুয়ারি সরকারের সঙ্গে পরবর্তী বৈঠক হওয়ার কথা রয়েছে কৃষক প্রতিনিধিদলের। আইন বাতিল করা না হলে আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে বিক্ষোভ মিছিল করা হবে বলে বৈঠক শেষে হুঁশিয়ার করেছেন কৃষক নেতারা।
বিজ্ঞাপন
২০২০ সালের সেপ্টেম্বর মাসে ভারতের আইনসভায় তিনটি কৃষি আইনসংক্রান্ত বিল উত্থাপন করা হয়। এরপর ২৭ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সাক্ষরের মাধ্যমে আইনে পরিণত হয় বিল তিনটি।
এই আইন পাশের পরই ক্ষুব্ধ হয়ে ওঠে ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্যগুলোর কৃষক সংগঠনগুলো। আইন বাতিলের দাবিতে ২৬ নভেম্বর থেকে ভারতের রাজধানী দিল্লির উপকণ্ঠে জড়ো হতে থাকেন লাখ লাখ কৃষক। ভারতের রাজধানীর সঙ্গে অন্যান্য প্রদেশ ও প্রাদেশিক শহরগুলোর সঙ্গে সংযোগকারী মহাসড়কগুলোতে প্রতিবাদী অবস্থান নেন তারা।
দিল্লির উপকণ্ঠে প্রতিবাদ কর্মসূচিতে আসা কৃষকদের বেশিরভাগই ভারতের শস্য উৎপাদক দুই রাজ্য হরিয়ানা ও পাঞ্জাবের বাসিন্দা। তাদের এ আন্দোলন কৃষি খাত সংস্কারে মোদীর সক্ষমতার পরীক্ষা নিচ্ছে বলে মন্তব্য করেছে রয়টার্স।
ভারতের ২ দশমিক ৯ ট্রিলিয়ন ডলার অর্থনীতির প্রায় ১৫ শতাংশই কৃষির উপর নির্ভরশীল; দেশটির ১৩০ কোটি জনসংখ্যার অর্ধেকেরও বেশি এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট।
কৃষকদের আশঙ্কা, নতুন এ কৃষি সংস্কার আইনগুলো ভারতের নিয়ন্ত্রিত বাজারব্যবস্থাকে ভেঙে দেবে এবং সরকারও ধীরে ধীরে নির্ধারিত মূল্যে গম ও ধান কেনা বন্ধ করে দেবে; যার ফলশ্রুতিতে তাদেরকে ফসল বেচতে বেসরকারি ক্রেতাদের সঙ্গে দরকষাকষিতে নামতে হবে।
আইনগুলো এভাবে জীবন-জীবিকাকে অনিশ্চিত অবস্থার দিকে ঠেলে দেবে দাবি করে ভারতের কৃষকরা আইনগুলো বাতিল, ফসল কিনতে সরকারের বাধ্যবাধকতা বহালসহ আরও বেশ কিছু দাবি জানিয়েছেন।
সূত্র: এনডিটিভি।
এসএমডব্লিউ