কাতারের সঙ্গে স্থল সীমান্ত খুলে দিয়েছে সৌদি আরব
অতীত বিদ্বেষ ও উপসাগরীয় দেশগুলোকে নিয়ে অবরোধ নিষ্ফল হওয়ার পর কাতারের সঙ্গে সব ধরনের সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। এরইমধ্যে নিজেদের স্থল সীমান্ত খুলে দিয়েছে দেশ দুটি।
আকাশ ও সমুদ্র সীমান্তও খুব শিগগিরই খুলে দেওয়ার বিষয়ে উভয় দেশ একমত হয়েছে বলে সোমবার (৪ জানুয়ারি) কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
বিজ্ঞাপন
সোমবার কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী আহমাদ নাসের আল-সাবাহ বলেন, ‘কুয়েতের আমির শেখ নওয়াফের প্রস্তাবে সম্মত হয়ে আকাশ, স্থল ও সমুদ্র সীমান্তগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব ও কাতার।’
কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় সোমবার সন্ধ্যা থেকেই পরস্পরের সীমান্ত খুলে দিতে রাজি হয় কাতার ও সৌদি আরব।
বিজ্ঞাপন
উপসাগরীয় সহযোগিতা সংস্থার (জিসিসি) সম্মেলনের আগেই উভয় দেশ নিজেদের মধ্যকার সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নিল।
এর আগে ২০১৭ সালের জুন মাসে ইরানের সহযোগিতায় সন্ত্রাসবাদে সমর্থন দেওয়ার অভিযোগ তুলে কাতারের বিরুদ্ধে অবরোধ আরোপ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসর। যদিও শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছিল কাতার।
একপর্যায়ে বিষয়টি নিয়ে কাতার এবং সৌদি আরবসহ উপসাগরীয় অন্য রাষ্ট্রগুলোর ভেতর মধ্যস্থতা শুরু করে কুয়েত।
তাছাড়া ক্ষমতার শেষপর্যায়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এ দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করেন। এ জন্য তার উপদেষ্টা ও মেয়ের জামাতা জ্যারেড কুশনারকে সম্প্রতি মধ্যপ্রাচ্যে পাঠান। কুশনার কাতার ও সৌদি আরবের সঙ্গে পৃথক পৃথক আলোচনা করেন। তারই ফলশ্রুতিতে উভয় দেশ একে অপরের সঙ্গে সীমান্ত খুলে দিতে সম্মত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
টিএম