কাতারের সঙ্গে স্থল, আকাশ ও সমুদ্র সীমান্ত খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পরদিনই সৌদি আরবে যাচ্ছেন দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। উপসাগরীয় সহযোগিতা সংস্থার (জিসিসি) ৪১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে মঙ্গলবার (৫ জানুয়ারি) সৌদি আরবে যাচ্ছেন তিনি।

কাতার সরকারের যোগাযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

কাতারের সঙ্গে সব ধরনের সীমান্ত পুনরায় খুলে দিবে সৌদি আরব- সোমবার (৪ জানুয়ারি) কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী আহমাদ নাসের আল-সাবাহ এই ঘোষণা দেওয়ার পরই জিসিসি সম্মেলনে কাতারের আমিরের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে ২০১৭ সালের জুন মাসে ইরানের সহযোগিতায় সন্ত্রাসবাদে সমর্থন দেওয়ার অভিযোগ তুলে কাতারের বিরুদ্ধে আকাশ, স্থল ও সমুদ্রপথে অবরোধ আরোপ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসর। যদিও শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছিল কাতার। তবে দ্বন্দ্ব মেটাতে কাতার এবং সৌদি নেতৃত্বাধীন কয়েকটি উপসাগরীয় দেশের মধ্যে মধ্যস্থতার কাজ করছিল কুয়েত।

ইরানের সঙ্গে ঘনিষ্ঠতা এবং অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদারের কারণে কাতারের বিরুদ্ধে কয়েকটি উপসাগরীয় দেশ এমন সিদ্ধান্ত নিয়েছিল বলে ধারণা করা হয়।

এদিকে জিসিসি সম্মেলন ‘‘অন্তর্ভুক্তিমূলক’’ হবে বলে জানিয়েছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। দেশটির রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থার প্রতিবেদনে সোমবার এই তথ্য জানানো হয়।

মোহাম্মদ বিন সালমান বলেন, সম্মেলনের মাধ্যমে সংহতি বৃদ্ধি পাবে এবং আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলায় রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ হবে।

টিএম