আলজেরিয়ার সাবেক প্রধানমন্ত্রীর ৭ বছরের জেল
দুর্নীতির অভিযোগে আলজেয়িার সাবেক প্রধানমন্ত্রী আহমেদ ওইয়াহিয়াকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। ২০১৯ সালে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আবদেলাজিজ বুতেফ্লিকা সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তিনি।
রাজধানী আলজিয়ার্সের একটি আদালত সোমবার একই মামলার রায়ে দেশটির পর্যটন ও পরিবহন মন্ত্রণালয়ের সাবেক দুই মন্ত্রী আম্মার ঘোউল এবং আবদেলঘানি জালানকেও তিন বছরের করে কারাদণ্ড দিয়েছে।
বিজ্ঞাপন
দেশটির সরকারি কৌঁসুলিরা সাবেক প্রধানমন্ত্রী ও দুই মন্ত্রীকে দণ্ডিত করার কথা নিশ্চিত করে আরও জানিয়েছেন যে, ওই একই মামলায় কিকদা প্রদেশের গভর্নরকেও পাঁচ বছরের করাদণ্ড দিয়েছে আদালত।
প্রেসিডেন্ট বুতেফ্লিকা ক্ষমতায় থাকাকালীন সাবেক প্রধানমন্ত্রী আহমেদ ওউইয়াহিয়া দেশটির আরও অনেক প্রভাবশালী কর্মকর্তার সঙ্গে বেশ কিছু দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত হয়েছেন।
বিজ্ঞাপন
বিশ বছর ক্ষমতায় থাকার পর ব্যাপক গণবিক্ষোভ শুরু হলে দেশের সেনাবাহিনীর চাপে ২০১৯ সালের এপ্রিলে পদত্যাগ করেন আফ্রিকার সর্ববৃহৎ এই দেশটির প্রেসিডেন্ট আবদেলাজিজ বুতেফ্লিকা।
এএস