জাহাজ আটক: ইরানে প্রতিনিধিদল পাঠাচ্ছে দ. কোরিয়া
ইরানে আটক ট্যাঙ্কার জাহাজ উদ্ধারে আলোচনার জন্য ‘সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে’ দেশটিতে প্রতিনিধি দল পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইয়াং স্যাম বলেন, ‘পারস্পরিক আলোচনার ভিত্তিতে সমস্যাটি সমাধানের জন্য একটি প্রতিনিধি দল আমরা ইরানে পাঠাতে যাচ্ছি…সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যেই পাঠানো হবে।’
আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে দক্ষিণ কোরিয়ার ব্যাংকগুলোতে জব্দ হয়ে পড়ে থাকা ইরানের অর্থ ছাড়ের বিষয়ে আলোচনা করতে পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী আগামী সপ্তাহে দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী চোই জং কুন ইরানে যাচ্ছেন বলেও জানিয়েছেন ইয়ং স্যাম।
বিজ্ঞাপন
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, আটক ওই ট্যাঙ্কার জাহাজটি পরিবেশ দূষণ নীতি লংঘন করেছে অভিযোগ ইরানের।
তবে এ অভিযোগ অস্বীকার করেছে দক্ষিণ কোরিয়ার জাহাজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইতোমধ্যে জলদস্যুবিরোধী শাখা-সহ ইরানের হরমুজ প্রণালীতে একটি রণতরী পাঠিয়েছে দক্ষিণ কোরিয়া।
বিজ্ঞাপন
সোমবার ইরানের বন্দরনগরী আব্বাস পোর্ট সিটি থেকে আটক করা ‘এমটি হ্যাংকুক শেমি’ নামের ওই ট্যাঙ্কার জাহাজে ৭ হাজার ২০০ টন ইথানল পাওয়া যায় বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ-সহ একাধিক ইরানি সংবাদ মাধ্যম।
পরিবেশ দূষণনীতি লংঘনের অভিযোগে ইরানের রিপাবলিকান গার্ডের অভিযানে আটক ট্যাঙ্কার জাহাজটির ক্রুদের সংখ্যা তাসনিম নিউজ প্রকাশ না করলেও বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে জাহাজে ক্রু রয়েছেন ২০ জন। তারা দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ও মিয়ানমারের নাগরিক।
মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আটক ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করতে জলদস্যুবিরোধী দলসহ একটি যুদ্ধজাহাজ পারস্য উপসাগর সংলগ্ন হরমুজ প্রণালীতে পাঠানো হয়েছে।
দক্ষিণ কোরিয়ার একাধিক সংবাদমাধ্যম বলছে, দেশটির ব্যাংকগুলোতে জব্দ অর্থ ছাড়ের জন্য ক্রুদের জিম্মি হিসেবে ব্যাবহার করার অভিপ্রায় থেকেই জাহাজটি আটক করেছে ইরান সরকার।
মঙ্গলবার এক বিবৃতিতে এই অভিযোগ উড়িয়ে দিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘সাগরের পরিবেশ দূষণের অভিযোগেই এটি আটক করা হয়েছে। এটি সম্পূর্ণ টেকনিক্যাল একটি ইস্যু। এর সঙ্গে অর্থ ছাড়ের কোনো সম্পর্ক নেই।’
যদিও এই অভিযোগ অস্বীকার করেছে জাহাজটির মালিক প্রতিষ্ঠান দক্ষিণ কোরিয়ার ডিএম কোম্পানি কর্তৃপক্ষ।
উদ্ভুত পরিস্থিতিতে মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রী কাং কিয়ুং ওয়া মন্ত্রী দেশের সংবাদমাধ্যম ও জনগণকে গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়ে বলেছেন,‘ আসলেই কী ঘটেছে সেটি আমাদের খতিয়ে দেখতে হবে এবং আমাদের ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”
‘আমরা তাড়াতাড়িই তাদের মুক্তির জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছি।’
এসএমডব্লিউ/এসএস