করোনা সংক্রমণ: ভারত সফর বাতিল করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী
যুক্তরাজ্যে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষিতে সম্ভাব্য ভারত সফর বাতিল করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।
করোনাভাইরাসের নতুন ধরন শনাক্তের পর দেশে সংক্রমণ বেড়ে যাওয়ায় সোমবার রাত আটটার দিকে যুক্তরাজ্যে তৃতীয়বারের মতো লকডাউন ঘোষণার ঘন্টাখানেক পরই বরিস জনসন এই সিদ্ধান্ত নেন বলে জানিয়েছেন তার কার্যালয়ের একজন মুখপাত্র।
বিজ্ঞাপন
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এ বিষয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা এফপিকে ব্রিটেনের প্রধানমন্ত্রীর ডাউনিং স্ট্রিট কার্যালয়ের ওই মুখপাত্র বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা হয়েছে ব্রিটেনের প্রধানমন্ত্রীর। দেশের বিদ্যমান পরিস্থিতিতে চলতি মাসে ভারত সফরের যে পরিকল্পনা তার ছিল, তা বাতিলের জন্য ভারতের প্রধানমন্ত্রীর কাছে দুঃখ প্রকাশ করেছেন তিনি।’
বিজ্ঞাপন
যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন ধরন শনাক্ত হওয়ার পর প্রতিদিনই সংক্রমণ বাড়ছে সে দেশে। গত ২৪ ঘন্টায় যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছেন ৮০ হাজার জন মানুষ, যাকে সংক্রমণের ‘বিশাল উল্লম্ফন’ বলে উল্লেখ করেছেন দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা। লকডাউন ঘোষণায় বরিস জনসনও বলেছেন, এখনই যদি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা না যায়, সেক্ষেত্রে সংক্রমণ যে হারে বাড়ছে তাতে জাতীয় স্বাস্থ্য সেবা ভেঙ্গে পড়ার সম্ভাবনা রয়েছে।
২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস। প্রতিবছর এই দিনে দিল্লির জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াচ অনুষ্ঠিত হয়। এ বছর সেই অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করার কথা ছিল বরিস জনসনের।
এছাড়াও সম্ভাব্য এই সফরটি ছিল ইউরোপীয় ইউনিয়ন থেকে বিদায় নেয়ার পর যুক্তরাজ্যের কোনো প্রধানমন্ত্রীর প্রথম ভারতসফর।
এসএমডব্লিউ