আমাকে ‘ব্ল্যাকমেইল’ করা হচ্ছে: পাক প্রধানমন্ত্রী ইমরান খান
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান
• বেলুচিস্তানের কয়লাখনিতে হামলায় সংখ্যালঘু হাজারা সম্প্রদায়ের ১০ জন খুন
• জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে
• প্রধানমন্ত্রীর উপস্থিতি ছাড়া দাফন নয়, দাবি হাজারাদের
• ছয়দিনের মতো অবস্থান-বিক্ষোভ চলছে কোয়েটাসহ বিভিন্ন শহরে
• বিশ্বের কোনও প্রধানমন্ত্রীকে এভাবে ব্ল্যাকমেইল করা হয় না, বলছেন ইমরান খান
পাকিস্তানের বেলুচিস্তানে স্থানীয় জাতিগত সংখ্যালঘু হাজারা সম্প্রদায়ের ১০ কয়লা শ্রমিক হত্যাকাণ্ডের ঘটনায় সহানুভূতি প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। একই সঙ্গে প্রধানমন্ত্রী হাজির না হলে হত্যাকাণ্ডের শিকার কয়লা শ্রমিকদের দাফন করা হবে না বলে হাজারা সম্প্রদায় গত ছয়দিন ধরে যে অবস্থান-প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছে; সেই দাবির মাধ্যমে এই সম্প্রদায় তাকে ‘ব্ল্যাকমেইল’ করছে বলেও মন্তব্য করেছেন তিনি।
বেলুচিস্তানের জাতিগত সংখ্যালঘু হাজার সম্প্রদায়ের শত শত সদস্য দুই দশকেরও বেশি সময় ধরে টার্গেট কিলিংয়ের শিকার হয়ে আসছেন। কয়েকদিন আগে একটি কয়লা খনিতে ১০ শ্রমিক হত্যাকাণ্ডের প্রতিবাদে বেলুচিস্তানের রাজধানী কোয়েটার মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন এই সম্প্রদায়ের শত শত সদস্য।
বিজ্ঞাপন
দেশটির নিরাপত্তাবাহিনীর কর্মকর্তারা বলেছেন, একটি কয়লাখনিতে হামলা চালিয়ে ১০ শ্রমিককে ধরে নিয়ে যায় অজ্ঞাত বন্দুকধারীরা। বেলুচিস্তানের হাজারা সম্প্রদায়ের সদস্য হিসেবে পরিচয় নিশ্চিত হওয়ার পর বন্দুকধারীরা ওই শ্রমিকদের হত্যা করে।
মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) পরবর্তীতে এই সংখ্যালঘু সম্প্রদায়ের দশ সদস্যকে হত্যার দায় স্বীকার করে বিবৃতি দেয়। স্বজনরা শ্রমিকদের মরদেহ কফিনবন্দি করে কোয়েটার মহাসড়ক অবরোধ করে প্রধানমন্ত্রী ইমরান খানকে তাদের সঙ্গে স্বাক্ষাৎ এবং হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান। এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত শ্রমিকদের মরদেহ দাফন করা হবে না বলে জানিয়ে দেন তারা।
বিজ্ঞাপন
শুক্রবার দেশটির রাজধানী ইসলামাবাদে এক অনুষ্ঠানে অংশ নিয়ে ইমরান খান সড়ক অবরোধ করে দাবি-দাওয়া পূরণের কৌশলকে ‘ব্লাকমেইল’ বলে মন্তব্য করেন।
পাক এই প্রধানমন্ত্রী বলেন, দেখুন আমি তাদের কাছে একটি বার্তা পাঠিয়েছি—আপনাদের সব দাবি-দাওয়া পূরণ করা হয়েছে। কিন্তু এখন নতুন করে দাবি তুলেছেন যে, প্রধানমন্ত্রী না আসা পর্যন্ত আমরা তাদের দাফন করবো না।
কোনও দেশের প্রধানমন্ত্রীকে এভাবে ব্ল্যাকমেইল করা হয় না। কারণ তখন এভাবে প্রত্যেকেই দেশের প্রধানমন্ত্রীকে ব্ল্যাকমেইল করবেন।
পাক প্রধানমন্ত্রী ইমরান খান
তীব্র শীতের মধ্যে গত ছয়দিন ধরে সড়ক অবরোধ করে প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছেন হাজারা সম্প্রদায়ের শত শত মানুষ। এই সময়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদসহ মন্ত্রিসভার আরও অনেকেই হাজারা সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে দফায় দফায় বৈঠক করলেও কোনও সমাধান আসেনি।
এর পরিবর্তে কোয়েটার এই প্রতিবাদ করাচি, লাহোরসহ দেশটির অন্যান্য আরও বেশ কিছু শহরে ছড়িয়ে পড়েছে। পাকিস্তানের অর্থনৈতিক কেন্দ্র এবং বৃহত্তম শহর করাচির অন্তত ১৯টি স্থানে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন হাজারা সম্প্রদায়ের সদস্যরা। বৃহস্পতিবার করাচিতে হাজারাদের বিক্ষোভে আন্তর্জাতিক বিমান চলাচল বাধাগ্রস্ত হয়।
২০০৪ সালের পর থেকে দেশটিতে সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের উত্তরসূরী হিসেবে পরিচিত হাজারা সম্প্রদায়ের ২ হাজারের বেশি সদস্য হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। স্বতন্ত্র মুখাবয়বের কারণে সহজেই এই সম্প্রদায়ের সদস্যদের অন্যদের থেকে আলাদা করা যায়।
পাকিস্তানের জাতীয় মানবাধিকার কমিশনের পরিসংখ্যান
সূত্র: আলজাজিরা, ডন।
এসএস