ব্যাপক নিরাপত্তাবেষ্টনীর মাঝে কারাগার থেকে বেরিয়ে যাচ্ছেন আবু বকর বশির

• ২০০২ সালে বালির নৈশক্লাবে বোমা হামলায় ২০২ জনের প্রাণহানি ঘটে
• আবু বকর বশির এই হামলায় সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠী জেআইয়ের আধ্যাত্মিক নেতা
• ১০ বছরের কারাভোগ শেষে শুক্রবার মুক্তি পেয়েছেন বশির
• উগ্রবাদবিরোধী কর্মসূচিতে পাঠানো হবে জেআইয়ের এই নেতাকে

ইন্দোনেশিয়ার বালির একটি নৈশক্লাবে ২০০২ সালে বোমা হামলা চালিয়ে ২০২ জনকে হত্যার সন্দেহভাজন মূলহোতা আবু বকর বশির কারাগার থেকে মুক্তি পেয়েছেন। জঙ্গিদের প্রশিক্ষণ শিবির স্থাপনের দায়ে অভিযুক্ত বশির ১০ বছরের কারাদণ্ড ভোগ শেষে শুক্রবার ছাড়া পেয়েছেন।

কর্তৃপক্ষ বলছে, ৮২ বছর বয়সী বশির ওই বোমার হামলার সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকার দায়ে দোষী ছিলেন না। বরং চরমপন্থী মৌলবাদীদের পৃষ্ঠপোষণ এবং প্রশিক্ষণের ব্যবস্থা করার দায়ে তাকে কারাদণ্ড দেয়া হয়েছিল। চরমপন্থীদের ওপর প্রভাব অব্যাহত থাকায় তীব্র উদ্বেগের মাঝে এখন তাকে উগ্রবাদবিরোধী একটি কর্মসূচিতে পাঠানো হবে। 

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স বলছে, রাজধানী জাকার্তার দক্ষিণের বোগোর একটি কারাগার থেকে বেরিয়ে যাওয়ার সময় মুখে মাস্ক এবং সাদা পোশাকে দেখা যায় বশিরকে। পরে সেখান থেকে তাকে সেন্ট্রাল জাভার সোলো শহরের কাছের একটি ইসলামিক আবাসিক স্কুলের বাড়িতে নেয়া হয়।

আবু বকর বশিরকে গুনুং সিন্দুর কারাগার থেকে শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে মুক্তি দেয়া হয়েছে।

ইন্দোনেশিয়ার শুদ্ধিকরণ বিভাগের মুখপাত্র

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট ইন্দোনেশিয়ার জিহাদী নেটওয়ার্ক জিমাহ ইসলামিয়াহ (জেআই)। এই নেটওয়ার্কের আধ্যাত্মিক নেতা বশিরকে আচেহ প্রদেশে একটি জঙ্গি প্রশিক্ষণ শিবিরের সঙ্গে সংশ্লিষ্টতার দায়ে ২০১১ সালে ১৫ বছরের কারাদণ্ড দেন দেশটির একটি আদালত। পরে আদালত তার সাজার মেয়াদ কমিয়ে ১০ বছর নির্ধারণ করেন। 

যদিও ইন্দোনেশিয়ার পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলো বলছে, ২০০২ সালে বালি হামলা এবং ২০০৩ সালে জাকার্তার জে. ডব্লিউ. ম্যারিয়ট হোটেলে হামলার সঙ্গে বশিরের সংশ্লিষ্টতা রয়েছে। তবে জেআই নেটওয়ার্কের এই আধ্যাত্মিক নেতাকে কখনই বোমা হামলার সঙ্গে প্রত্যক্ষ সংশ্লিষ্টতায় অভিযুক্ত করা হয়নি। কিন্তু আবু বকর বশির শুরু থেকেই সব অভিযোগ অস্বীকার করে আসছেন।  

বালিতে বোমা হামলায় নিহত ২০২ জনের মধ্যে অস্ট্রেলিয়ার ৮৮ জন নাগরিক ছিলেন।

এই হত্যাযজ্ঞের পর থেকে বশির যাতে ভবিষ্যতে একই ধরনের সহিংসতা উসকে দিতে না পারে সেজন্য ইন্দোনেশিয়ার ওপর প্রচণ্ড চাপ প্রয়োগ করে আসছিল অস্ট্রেলিয়া।

শুক্রবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, বশিরের মুক্তি বালি বোমা হামলায় নিহত ৮৮ অস্ট্রেলীয়র বন্ধু এবং পরিবারকে খুবই মর্মাহত করেছে।

২০০২ সালে বোমা হামলায় আহত ইন্দোনেশীয় নাগরিক থিওলিনা মারপং বলেন, তিনি চেয়েছিলেন কর্তৃপক্ষ বশিরের তত্ত্বাবধান করুক। আমরা জানি না কারাগারে তিনি কী করেছেন।

কারাগারে থাকাকালীন ২০১৪ সালে মধ্যপ্রাচ্যের আরেক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের আনুগত্য স্বীকার করেন আবু বকর বশির।   

এসএস