দ্বিতীয় মেয়াদে দায়িত্বে থাকতে চান গুতেরেস
২০১৭ সালে জাতিসংঘের নবম মহাসচিব হিসেবে দায়িত্ব নেন অ্যান্তোনিও গুতেরেস
দ্বিতীয় মেয়াদে দায়িত্বে থাকতে চান জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সংস্থাটির নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য দেশকে নিজের এই ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। দুইজন কূটনীতিকের বরাত দিয়ে রোববার (১০ জানুয়ারি) এ খবর জানিয়েছে ব্লুমবার্গ।
জাতিসংঘের নবম মহাসচিব হিসেবে দায়িত্বপালন করছেন গুতেরেস। দ্বিতীয় মেয়াদে দায়িত্বে থাকার ইচ্ছের কথা তিনি খুব শিগগিরই সংস্থাটির সাধারণ পরিষদের সভাপতিকে আনুষ্ঠানিকভাবে জানাবেন বলে ব্লুমবার্গের প্রতিবেদনে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
২০১৭ সালের জানুয়ারি মাসে জাতিসংঘের নবম মহাসচিব হিসেবে দায়িত্ব নেন ৭১ বছর বয়সী অ্যান্তোনিও গুতেরেস। চলতি বছরের শেষ নাগাদ তার দায়িত্বের মেয়াদ শেষ হবে।
ব্লুমবার্গ জানায়, মহাসচিব হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করার সিদ্ধান্ত নেওয়ার আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের দিকে তাকিয়ে ছিলেন গুতেরেস। নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্পকে হারিয়ে বাইডেন জয়ী হওয়ায় গুতেরেস দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করার সিদ্ধান্ত নেন।
বিজ্ঞাপন
ট্রাম্প প্রশাসনের অধীনে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র অনেক বিষয়েই একমত হতে পারেনি। বিভিন্ন ইস্যুতে এই দুই পক্ষের সিদ্ধান্তের ভিন্নতা ছিল চোখে পড়ার মতো।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও ইরান পরমাণু চুক্তি থেকে একক সিদ্ধান্তে বিতর্কিতভাবে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে যান প্রেসিডেন্ট ট্রাম্প। প্যারিস পরমাণু চুক্তি থেকেও ওয়াশিংটনকে বের করে নিয়ে যান যুক্তরাষ্ট্রের বিদায়ী এই প্রেসিডেন্ট।
আর নির্বাচনে পরাজয়ের মাধ্যমে ট্রাম্প বিদায় নেওয়ায় দ্বিতীয় মেয়াদে দায়িত্বে থাকতে চাচ্ছেন অ্যান্তোনিও গুতেরেস।
গুতেরেসের দপ্তর অবশ্য ব্লুমবার্গের প্রতিবেদনের বিষয়ে কোনো মন্তব্য করেনি।
টিএম