গত ২১ ডিসেম্বর প্রথম দফায় করোনা টিকা নেন বাইডেন

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার (১১ জানুয়ারি) করোনাভাইরাস টিকার দ্বিতীয় ডোজ নেবেন বলে জানিয়েছে তার দপ্তর। তিন সপ্তাহ আগে তিনি এই টিকার প্রথম ডোজ নিয়েছিলেন। মানুষকে টিকা গ্রহণে উদ্বুদ্ধ করতে সেই অনুষ্ঠান টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়েছিল।

করোনা টিকা নিলে যে কোনো সমস্যা হবে না, যুক্তরাষ্ট্রের জনগণকে তা বোঝাতেই মূলত টিকা নিয়েছিলেন তিনি। গত ২১ ডিসেম্বর ডেলওয়্যারের নেয়ার্কে অবস্থিত ক্রিস্টিনা হাসপাতালে ফাইজারের তৈরি করোনা টিকা নেন বাইডেন।

করোনার বিরুদ্ধে লড়াইয়ে অনেকটাই নাজুক অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্র। করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে দেশটিতে। সেখানে মারা গেছেন মোট ৩ লাখ ৮৩ হাজার ২৭৫ জন। আক্রান্তের তালিকারও শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ২ কোটি ২৯ লাখ ১৭ হাজার ৩৩৪ জনের বেশি মানুষ।

প্রথম দফায় ভ্যাকসিন নেওয়ার সিদ্ধান্ত সম্পর্কে বাইডেন জানিয়েছিলেন, আমেরিকার নাগরিকদের তিনি এটা বোঝাতে চান যে, এই ভ্যাকসিন নিরাপদ। বাইডেন ও তার স্ত্রী জিল এ সময় স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানান।

গত ২৯ ডিসেম্বর করোনার টিকা নেন দেশটির নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তার টিকা নেওয়ার ওই মুহূর্তটিও টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। জনমনে টিকার ওপর আস্থা তৈরিতে তিনি এভাবে টিকা নেন।

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির ইউনাইটেড মেডিকেল সেন্টারে মাস্ক পরিহিত অবস্থায় আরও অনেক আফ্রিকান-আমেরিকানের সঙ্গে টিকা নেন কমলা হ্যারিস। তার স্বামী ডগ এমহফও একইসঙ্গে করোনার টিকা নেন। তারা মার্কিন কোম্পানি মডার্নার তৈরি টিকা নেন।

টিকা নেওয়ার পর কমলা হ্যারিস বলেছিলেন, ‌‘আমি মানুষকে স্মরণ করিয়ে দিতে চাই, কোথায় আপনি টিকা নেবেন সেটা আপনি ঠিক করে নেবেন। আপনাদের কাছে বিশ্বস্ত সূত্র আছে এবং আপনারা টিকা নিতে পারেন।’

তবে গত অক্টোবরে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে তিনদিন হাসপাতালে ভর্তি থাকলেও এখনও করোনার টিকা নেননি বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি জো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন তিনি।

২০২০ সাল শেষ হওয়ার আগে ২ কোটি আমেরিকানকে করোনা টিকার প্রথম ডোজ দেওয়ার লক্ষ্য থাকলেও এখন পর্যন্ত দেশটির মাত্র ৬৭ লাখ মানুষ টিকা নিয়েছেন।

টিএম