চীনে পাঁচ মাসের মধ্যে সর্বাধিক সংক্রমণ
মহামারি করোনার প্রাদুর্ভাবস্থল চীনের মূল ভূখণ্ডে গত ২৪ ঘণ্টায় পাঁচ মাসের মধ্যে সর্বাধিক কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে বলে সোমবার বিবৃতি দিয়ে জানিয়েছে দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি)।
ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়ে লিখেছে চীনের রাজধানী অঞ্চল বেইজিং সীমানা লাগোয়া হেবেই প্রদেশে মহামারি এই ভাইরাসটির বিস্তার বৃদ্ধির মধ্যে দৈনিক এই রেকর্ড সংক্রমণ হলো।
বিজ্ঞাপন
চীনের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে জানানো হয়েছে, মহামারি করোনার সংক্রমণ বাড়তে থাকায় দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় হেলিওংজিয়াং প্রদেশের একটি কাউন্টি সোমবার আবারও লকডাউন করে দেওয়া হয়েছে।
চীনের ন্যাশনাল হেলথ কমিশন সোমবার এক বিবৃতি দিয়ে জানিয়েছে, গত ১০ জানুয়ারি (রোববার) দেশজুড়ে শনাক্ত মোট ৮৫ জন কোভিড-১৯ রোগীর মধ্যে ৮২ জনই হেবেই প্রদেশের বাসিন্দা।
বিজ্ঞাপন
রাজধানী বেইজিংয়ে আরও একজন ও লিয়াওনিং প্রদেশে আরও দুজনের দেহে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছে। এ ছাড়া কোভিড-১৯ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন বিদেশফেরত আরও ১৮ জন।
ফলে গত ২৪ ঘণ্টায় চীনে মোট ১০৩ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮৫ জন স্থানীয়ভাবে ও ১৮ জন বিদেশফেরত; যা গত ৩০ জুলাইয়ের ১২৭ জনের পর একদিনে সর্বাধিক।
তবে প্রথম দফার মতো করোনার সংক্রমণের বিস্তার অত বেশি না হওয়ার পরও দেশজুড়ে যেন ভাইরাসটির সংক্রমণ আবারও ব্যাপকভাবে শুরু না হয় এ জন্য আক্রমণাত্মকভাবে বিধিনিষেধ জারি করছে সরকার।
প্রসঙ্গ, চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ২০১৯ সালের ডিসেম্বরে প্রাদুর্ভাব শুরু হলেও চীনে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৮৭ হাজার ৫৩৬। এরমধ্যে ৪ হাজার ৬৩৪ জন মারা গেছেন।
এএস