সংবিধানের ২৫তম সংশোধনী ব্যবহার করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করতে রাজি নন বলে প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসিকে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। স্থানীয় সময় মঙ্গলবার রাতে (১২ জানুয়ারি) স্পিকারকে দেওয়া চিঠিতে পেন্স একথা জানান।

ক্ষমতার মেয়াদ পূরণে বাকি আছে আর মাত্র ৭ দিন। এই ৭ দিন পর ট্রাম্পকে এমনিতেই হোয়াইট হাউস ছাড়তে হবে। কিন্তু ক্যাপিটল ভবনে হামলায় সমর্থকদের উস্কে দেওয়ার অভিযোগে ট্রাম্পকে আর একদিনও ক্ষমতায় রাখতে চান না ডেমোক্র্যাটরা।

আর তাই ট্রাম্পকে অভিশংসিত করতে গত সোমবারই প্রতিনিধি পরিষদে প্রস্তাব উত্থাপন করেছিলেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা। সেটার ওপর বুধবার (১৩ জানুয়ারি) ভোটাভুটি হওয়ার কথা কংগ্রেসে।

পাশাপাশি সংবিধানের ২৫তম সংশোধনী ব্যবহার করে ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করতে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের প্রতি আহ্বান জানিয়েছিলেন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। এ বিষয়ে পেন্সের ওপর চাপ ছিল কয়েকজন রিপাবলিকান আইনপ্রণেতারও।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে জানা যায়, প্রতিনিধি পরিষদে বুধবার ট্রাম্পকে অভিশংসনের পক্ষে-বিপক্ষে ভোটাভুটি অনুষ্ঠিত হবে। তবে এর কয়েক ঘণ্টা আগে স্থানীয় সময় মঙ্গলবার রাতে পেলোসিকে এক চিঠিতে পেন্স বলেন, ট্রাম্পকে ক্ষমতা থেকে সরাতে তিনি সংবিধানের ২৫তম সংশোধনী কার্যকর করবেন না। এটি ভয়ংকর নজির তৈরি করবে বলেও চিঠিতে জানান তিনি।

পেন্সের কার্যালয় থেকে ন্যান্সি পেলোসিকে পাঠানো চিঠি প্রকাশ করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে,‘আমি বিশ্বাস করি, আমাদের দেশের জন্য এমন কাজ একেবারেই ভালো নয়। এটা আমাদের সংবিধানের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ নয়।’

পেন্স জানিয়েছেন, আগামী ২০ জানুয়ারি সুষ্ঠু ভাবে জো বাইডেনের হাতে প্রশাসনিক দায়-দায়িত্ব তুলে দেওয়ার ওপর জোর দেওয়া হচ্ছে। তাই স্পিকার ন্যান্সি পেলোসিসহ কংগ্রেসের অন্য সদস্যদের এসব কাজ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন পেন্স।

ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর প্রক্রিয়া আমেরিকানদের মধ্যে ‘বিভেদ তৈরি করবে’ বলেও জানান তিনি। 

বিদায়ী এই ভাইস প্রেসিডেন্ট আরও বলেন,‘পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের শপথ গ্রহণের প্রস্তুতি চলছে। এসময় উত্তেজনা প্রশমন ও মানুষকে ঐক্যবদ্ধ করতে আমাদের সহায়তা করুন।’

একইসঙ্গে সংবিধানের ২৫তম সংশোধনীকে ‘শাস্তি বা অন্যায়’-এর মাধ্যম হিসেবে প্রয়োগ করা হলে তা খুব ভয়ানক উদাহরণ তৈরি করবে বলেও মন্তব্য করেন পেন্স।

সূত্র: আলজাজিরা, সিএনএন

টিএম