অভিশংসনের উদ্যোগকে হাস্যকর বললেন ট্রাম্প
মেয়াদ শেষ হওয়ার আগেই দেশের প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে অব্যাহতি দিতে যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসের ডেমোক্র্যাট পার্টির জনপ্রতিনিধিরা অভিশংসনের যে প্রস্তাব এনেছেন, তাকে ‘একেবারেই হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প বলেন, যেসব কংগ্রেস সদস্য এই প্রস্তাবের পক্ষে রয়েছেন, তারা ‘প্রচণ্ড ক্ষোভের’ বশবর্তী হয়ে তাকে ‘যুক্তরাষ্ট্রের রাজনীতির ইতিহাসে সবচেয়ে বড় বলির পাঁঠা’ বানানোর পাঁয়তারা করছেন।
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের আলামোতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, ‘আমার তরফ থেকে এটুকু বলতে পারি, আমি কোনো বিবাদ চাই না।’
এর আগে সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসিত করার প্রস্তাব উত্থাপন করেন মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্যরা। ক্ষমতার মাত্র ৯ দিন বাকি থাকতে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে প্রস্তাবটি উত্থাপন করা হয়। প্রস্তাবে ট্রাম্পের বিরুদ্ধে উন্মত্ত জনতাকে ‘অভ্যুত্থানে প্ররোচনা’ দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
বিজ্ঞাপন
কংগ্রেসে ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিশংসন প্রস্তাবের ওপর বুধবার (১৩ জানুয়ারি) ভোট হতে পারে। যদি অভিশংসনের এ প্রক্রিয়া সফল হয়, তাহলে ট্রাম্প হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে দু’বার অভিশংসিত একমাত্র প্রেসিডেন্ট।
গত ৬ জানুয়ারি ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা যখন নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদনের জন্য অধিবেশনে বসেছিলেন, ঠিক তখনই ট্রাম্পের শত শত সমর্থক কংগ্রেসের ক্যাপিটল হিলে ঢুকে পড়েন।
বুধবার দিনের শুরুতে হাজার হাজার ট্রাম্প সমর্থক ‘আমেরিকা বাঁচাও’ নামক একটি গণজমায়েতে অংশ নিতে ওয়াশিংটনে আসেন। প্রেসিডেন্ট ট্রাম্প এই জনসভায় ভাষণ দিয়ে জো বাইডেনের জয় অনুমোদন করার বিরুদ্ধে বক্তব্য রাখেন।
এরপরই সমাবেশের একটু দূরে কয়েকশ' ট্রাম্প সমর্থক ক্যাপিটল ভবনে নিরাপত্তা ব্যারিকেড ভেঙে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন। একপর্যায়ে কংগ্রেসের অধিবেশন চলার মধ্যেই পুলিশের বাধা ভেঙে ক্যাপিটল ভবনে ঢুকে পড়েন ট্রাম্প সমর্থকরা। এ সময় তাদের অধিকাংশের হাতে ছিল ট্রাম্পের পতাকা।
ট্রাম্পের সমর্থক ও হামলাকারীদের সংঘাতে দুই পুলিশ কর্মকর্তাসহ ৬ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো ১৩ জন। ট্রাম্প অবশ্য দাবি করেছেন, যারা হামলা করেছেন তারা তার সমর্থক নন, বরং ‘বিশৃঙ্খলা সৃষ্টিকারী লোকজন’ বা অ্যান্টিফা পিপল।
সূত্র: আলজাজিরা।
এসএমডব্লিউ