মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে গত সপ্তাহের প্রাণঘাতী হামলার সময় সহকর্মীদের সঙ্গে সুরঙ্গসহ নানাস্থানে কয়েক ঘণ্টা আশ্রয় নিয়ে থাকার পর ডেমোক্র্যাটদলীয় তিন আইনপ্রণেতা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।   

ডেমোক্র্যাটদলীয় ওই তিন আইনপ্রণেতার প্রত্যেকে ঘোষণা দিয়ে কোভিড-১৯ আক্রান্ত হওয়ার খবর দিয়েছেন। এরা হলেন বোন্নি ওয়াটসন কোলম্যান, প্রমীলা জয়পাল এবং ব্রাড শেইডার। তারা সবাই মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্য।

গত বুধবার শত শত ট্রাম্প সমর্থক যখন ক্যাপিটল হিলে হামলা চালায় তখন নিরাপত্তার খাতিরে সব আইনপ্রণেতা ও তাদের সহকর্মীরা বিভিন্ন স্থানে লুকিয়ে আশ্রয় নেন। ওই হামলায় পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত হয়েছেন। 

বিবিসির এক প্রতিবেদনে এমন খবর জানিয়ে বলা হচ্ছে, রক্ষণশীল হিসেবে পরিচিত দল রিপাবলিকানের অনেক আইনপ্রণেতার মুখে  এ সময় মাস্ক ছিল না। ধারণা করা হচ্ছে, অরক্ষিত জমায়েতের কারণে তিন আইনপ্রণেতা ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন। 

মার্কিন কংগ্রেসে নজিরবিহীন ওই সহিংস হামলার যেসব ভিডিও ফুটেজ স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তাতে দেখা যাচ্ছে, এ সময় অনেক আইনপ্রণেতাকে মাস্ক পরতে বলা হলেও তারা তা করতে অস্বীকৃতি জানান।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস-এ প্রচারিত হামলার ফুটেজে দেখা যাচ্ছে, এক সময় প্রমীলা জয়পালের মুখে মাস্ক ছিল না। তিনি হামলা থেকে বাঁচতে নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছেন। যেখানে আরও অনেকে ছিলেন সে সময়। 

স্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা, ওই দিন আরও অনেক আইনপ্রণেতাই ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন। তারা একে ‘সুপার স্প্রেডার ইভেন্ট’ হিসেবেও অভিহিত করছেন। এটা হলো এমন এক সময়ে যখন যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত-মৃত্যু দুটোই দ্রুত বাড়ছে।  

এএস