বিয়ের সাজে পুশআপ দিয়ে তাক লাগালেন কনে
কথায় বলে ইচ্ছে থাকলেই উপায় হয়। সে কথাটিই আরও একবার সত্যি প্রমাণ করলেন ভারতীয় এক নারী।
ভারী লেহেঙ্গা, গা ভরতি গহনা নিয়ে তিনি দিব্যি দিয়ে গেলেন পুশআপ।
বিজ্ঞাপন
বিয়ের সাজে কনের পুশআপের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়েছে। ভিডিওটে দেখে কনের প্রশংসায় মেতেছেন অনেকে।
এরইমধ্যে পাঁচ লাখের বেশি লাইক পড়েছে ভিডিওতে। ভাইরাল ভিডিওতে ওই কনের মুখ দেখা না গেলেও যে প্রোফাইল থেকে ভিডিওটি আপলোড করা হয়েছে সেটি থেকে জানা যাচ্ছে, তার সাম আনা অরোনা। তিনি একজন ডায়েটিশিয়ান। আবার অনলাইনে ফিটনেস ট্রেনিংও দেন তিনি।
বিজ্ঞাপন
করোনার এই সময়ে মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত। শরীর ফিট রাখাটাই অনেকের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সেখানে বিয়ের সাজে কনের পুশআপ করার ভিডিও শরীরচর্চার জন্য অনুপ্রেরণার হতে পারে।
এনএফ