প্রাণঘাতী সহিংসতা উসকে দেওয়ার অভিযোগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অযোগ্য হিসেবে ঘোষণা করে নিজের হাতে ক্ষমতা তুলে নেওয়ার জন্য ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে আহ্বান জানাতে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে একটি প্রস্তাব পাস হয়েছে।

স্থানীয় সময় বুধবার রাত সাড়ে এগারোটায় ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনে প্রস্তাবটি পাস হয়।

নিউইয়র্ক পোস্ট বুধবারের প্রতিবেদনে এমন খবর জানিয়ে লিখেছে, মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট আইনপ্রণেতা ছাড়াও এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন ট্রাম্পের দল রিপাবলিকানের কয়েকজন সদস্য।

যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে যৌথ অধিবেশন চলাকালীন হামলা ও তাতে পাঁচজনের প্রাণহানির পর কংগ্রেসে এমন প্রস্তাব পাস হওয়ায় মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনী কার্যকর করে ক্ষমতা গ্রহণের অনুরোধ করা হবে মাইক পেন্সকে। 

তবে দেশটির গণমাধ্যমগুলোর প্রতিবেদনে এর আগেই জানানো হয়, ভাইস প্রেসিডেন্ট পেন্স ইতোমধ্যে এমন কাজ করবেন না বলে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসিকে জানিয়ে দিয়েছেন।

ভাইস প্রেসিডেন্ট পেন্স এমনটা না করলে কংগ্রেসে দ্বিতীয়বারের মতো ট্রাম্পকে অভিশংসনের ভোট আয়োজনের হুমকি দিয়ে রেখেছে ডেমোক্র্যাটরা। প্রসঙ্গত, আগামী ২০ জানুয়ারি বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতার মেয়াদ শেষ হবে।  

সাত দিন পর ট্রাম্পকে এমনিতেই হোয়াইট হাউস ছাড়তে হবে। কিন্তু ক্যাপিটল হিলে হামলায় সমর্থকদের উস্কে দেওয়ার অভিযোগে ট্রাম্পকে আর একদিনও ক্ষমতায় রাখতে চান না ডেমোক্র্যাটরা। এতে কিছু রিপাবলিকানও যোগ দিয়েছেন। 

কংগ্রেসের ডেমোক্র্যাট পার্টির সদস্যরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনের যে দাবি তুলেছেন, তাতে এবার সমর্থন জানাতে শুরু করেছেন ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির জনপ্রতিনিধিরাও।

সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনির কন্যা লিজ চেনিসহ অন্তত তিনজন রিপাবলিকান জনপ্রতিনিধি এবং উচ্চকক্ষ সিনেটের একজন সদস্য প্রকাশ্যে জানিয়েছেন, ট্রাম্পকে অভিশংসনের প্রস্তাব উত্থাপন করা হলে তার পক্ষে ভোট দেবেন তারা।

যুক্তরাষ্ট্রের রাজনীতির ইতিহাসে রিচার্ড নিক্সনের পর দ্বিতীয়বার প্রেসিডেন্টের নিজ দলের সদস্যরা তার বিরুদ্ধে অবস্থান নিলেন।

সব মিলিয়ে দলে ও দলের বাইরে ব্যাপক চাপে রয়েছেন বাইডেনের কাছে হেরেও হার স্বীকার না করে সহিংসতা উসকে দেওয়ার অভিযোগে অভিযুক্ত ট্রাম্প।

ট্রাম্পকে অভিশংসিত করতে মরিয়া ডেমোক্র্যাটরা গত সোমবারই প্রতিনিধি পরিষদে প্রস্তাব উত্থাপন করেছিলেন।

স্থানীয় সময় বুধবার কংগ্রেসে এ নিয়ে  ভোটাভুটি হওয়ার কথা। তার আগে বিকল্প হিসেবে মাইক পেন্সকে ক্ষমতা গ্রহণের আহ্বান জানিয়ে প্রস্তাব পাস হলো কংগ্রেসে।

এএস